WhatsApp Features: হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে আসতে চলেছে নতুন ফিচারের সাপোর্ট। আইফোন ইউজাররা একটি আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা পেতে চলেছেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা রয়েছে। সুইচ অ্যাকাউন্ট অপশনের মধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটিই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। এবার সেই সুবিধাই আসতে চলেছে আইওএস ভার্সানেও।
অনেক ইউজার কাজের জন্য কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। আর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হয়ে গেলে আইফোন ইউজাররা একটি ফোনেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, দুটো আলাদা নম্বর থেকে। একটি পেশাদার কাজে, অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। দুটো আলাদা ডিভাইসের অর্থাৎ ফোনে প্রয়োজন হবে না। আর মাত্র একটা অপশনে ক্লিক করেই খুব সহজে অ্যাকাউন্ট সুইচ করা সম্ভব হবে একটি নম্বর থেকে আরেকটিতে।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সমস্ত আইওএস ইউজারদের জন্য চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অনুমান, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে এই নতুন ফিচার সমস্ত ইউজারদের জন্য রোল আউট হতে আর খুব বেশি হয়তো দেরি নেই। ইউজারদের সুবিধায় প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এই ফিচারও তেমনই একটি বিষয় হতে চলেছে।
হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে আসছে নতুন একটি ফিচার
ইউজারদের সুবিধায় খুব তাড়াতাড়ি নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে বিভিন্ন মেটা মাধ্যমে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে। বলা ভাল, হোয়াটসঅ্যাপের স্টেটাস অটোম্যাটিকালি শেয়ার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। হোয়াটসঅ্যাপের স্টেটাস ইতিমধ্যেই আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ছবির পাশাপাশি শেয়ার করা যায় ভিডিও-ও। আগে খুব অল্প সময়ের ভিডিও শেয়ার করা গেলেও এখন তার মেয়াদ কিছুটা বেড়েছে। একজন ইউজার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করেছেন, সেটাও অন্য কাউকে পাঠাতেও পারেন। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসও ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করার সুবিধা চালু হতে চলেছে। অন্যদিকে মেটা- র বিভিন্ন অ্যাপে একবারে সাইন-অন করে লগ-ইন করার ফিচারও লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। সহজে এবং দ্রুত একাধিক মেটা অ্যাপে একবার সাইন-অন করেই লগ-ইন করা যাবে এই ফিচারের সাহায্যে।