Mushroom as a Polymer Chip Substitute: বদলে যাচ্ছে বিশ্বের প্রযুক্তির ভাবনা। ইলেকট্রনিক বর্জ্য থেকে বিশ্বকে বাঁচাতে এবার উদ্ভাবনের দিকে হাঁটছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। সম্প্রতি সেরকমই একটি নতুন খবর এসেছে বাজারে। টেক সাইটগুলির খবর সত্যি হলে, আগামী দিনে মাশরুম দিয়ে তৈরি হবে মোবাইল , ল্যাপটপের চিপ। 


Tech News: কী সুবিধা দেবে মাশরুম 
বিজ্ঞানীরা বলছেন, ইলেকট্রনিক বর্জ্য বিশ্বের মারাত্মক ক্ষতি করছে। যার একটি বড় অংশ ইলেকট্রনিক চিপস ও ব্যাটারি। এগুলো তৈরি করতে ব্যবহৃত প্লাস্টিক নতুন করে ব্যবহার করা যায় না। তাই বিজ্ঞানীরা সম্প্রতি মাশরুমের বিকল্প খুঁজে পেয়েছে। গবেষকরা দাবি করেছেন, ইলেকট্রনিক চিপ হিসেবে আগামী দিনে মাশরুমকে ব্যবহার করা যেতে পারে।


Mushroom Chip: পলিমার চিপ পুনর্ব্যবহার করা যায় না
অস্ট্রেলিয়ার জোহানেস কেপলার ইউনিভার্সিটির বিজ্ঞানী মার্টিন কাল্টেনব্রুনারের মতে, বর্তমানে আমরা যে চিপগুলো ইলেকট্রিক ডিভাইসে ব্যবহার করছি, তা পুনর্ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রেই মাশরুমের কথা ভাবছে বিজ্ঞানীরা। 


Tech News: প্লাস্টিকের বিকল্প হয়ে উঠবে মাশরুম
মার্টিন ও তার দল সম্প্রতি চিপ তৈরিতে ব্যবহৃত বস্তুর পরিবর্তে পচনশীল গাছে বেড়ে ওঠা মাশরুমের গ্যানোডার্মা লুসিডাম প্রজাতির সন্ধান পেয়েছে। বিজ্ঞানীদের দাবি , বৈদ্যুতিক চিপে প্লাস্টিকের পরিবর্তে এটি ব্যবহার করা যেতে পারে।


Mushroom Chip: প্রকৃতপক্ষে, গ্যানোডার্মা মাশরুমের উপরের অংশটি একটি ভাল ইনসুলেটর হিসাবে কাজ করতে পারে।  যা সম্প্রতি আবিষ্কার করেছে এই গবেষকদের দল।  যা ২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে। যা এখন প্লাস্টিকের পলিমারের তৈরি চিপের আরও ভাল বিকল্প হয়ে উঠতে পারে। প্লাস্টিকের পলিমার চিপ নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়া হয়।


Tech News: ব্যাটারি ও ব্লুটুথও কাজ করবে
গ্যানোডার্মা মাশরুমের উপরের অংশটি এতটাই শক্তিশালী যে এটি বছরের পর বছর নিরাপদ থাকতে পারে। এটি বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যেতে পারে। চিপ ছাড়াও এটি সাধারণ ব্যাটারি তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটি কম শক্তির ব্লুটুথ সেন্সরেও ব্যবহার করা যেতে পারে বল ধারণা বিজ্ঞানীদের। শীঘ্রই এই মাশরুম চিপ নিয়ে কাজ শুরু হবে বলে শোনা যাচ্ছে।


আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ! বাড়তে পারে আরও এক ভাতা