কলকাতা : কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। SSKM থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর।
পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্সায় ভুবনেশ্বর এইএমস একটি মেডিক্যাল টিম গঠন করবে। আগামীকাল দুপুর তিনটের মধ্যে রিপোর্ট তৈরি করে তদন্তকারী আধিকারিককে দেবে। এসএসকেএমের চিকিত্সক, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও রিপোর্ট দিতে হবে। তদন্তকারী আধিকারিক সেই রিপোর্টের কপি কলকাতায় ইডি দফতরে পাঠাবেন। সেই রিপোর্ট নিম্ন আদালতে পেশ করবে ইডি। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এনিয়ে নিম্ন আদালতে আগামীকাল বিকেল চারটেয় শুনানি হবে।
আদালতে কী বলেন ইডি-র আইনজীবী ?
এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভর্তি মামলায় আজ আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত ? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। অভিযুক্তকে যদি হেফাজতেই না নিতে পারি, তাহলে নির্দেশ কার্যকর করব কীভাবে ? ইডি হেফাজতের পরই এসএসকেএমে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দেয় নিম্ন আদালত। আমরা ১৪ দিনের হেফাজত চেয়েছিলাম, কিন্তু মাত্র ২ দিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে না। এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না। ইডি অফিসরদের সঙ্গে দুর্ব্যবহার করছে।
আরও পড়ুন ; কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে
ইডির আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএম-কে এখন সেফ জোন মনে করছেন অনেকে। অনুব্রত বা মদন মিত্র যখন এসএসকেএম থেকে সার্টিফিকেট নেন তখন ঠিক থাকে তো? কল্যাণী এইমস এর প্রস্তাব আমি মানতে পারব না। কল্যাণী এইমস এর নিয়োগ নিয়ে তদন্ত চলছে। বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ আমি এই মুহূর্তে দেব না। ভুবনেশ্বর এইমস থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।