OnePlus Phone: ওয়ানপ্লাস সংস্থা (OnePlus) সম্প্রতি ঘোষণা করেছে তাদের ওয়ানপ্লাস ১০আর (OnePlus 10R) ফোনের প্রাইম ব্লু এডিশন (Prime Blue Edition) ভারতে লঞ্চ করবে। এক্সক্লুসিভ ভাবে এই ফোন পাওয়া যাবে শুধুমাত্র ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India)। ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে, দুই কোম্পানির (ওয়ানপ্লাস এবং অ্যামাজন) দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরেই এই স্পেশাল এডিশনের ফোন ভারতে আসতে চলেছে। অ্যামাজন ইউজারদের জন্য রয়েছে একটি চমক। যেসব অ্যামাজন ইউজার ওয়ানপ্লাস ১০আর প্রাইম ব্লু এডিশনের ফোন প্রথমদিকে কিনবেন তাঁরা তিন মাসের জন্য অ্যা মাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাবেন একদম বিনামূল্যে। তবে এই স্পেশাল ভ্যারিয়েন্ট লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে, ২৩ সেপ্টেম্বর থেকে অ্যামাজনের যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হতে চলেছে হয়তো সেখানেই ওয়ানপ্লাস ১০আর প্রাইম ব্লু এডিশন লঞ্চ হবে।


অ্যামাজনের প্রাইমের যে নীল রঙ রয়েছে সেই কালার শেডেই লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১০আর ফোনের এই স্পেশাল ভ্যারিয়েন্ট। এই ফোনে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। অ্যামাজনের তরফে এই ফোনের দামে বেশ কিছু অফার যোগ করা হবে বলে অনুমান করা হচ্ছে। এভাবে দর্শকদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা। এই স্পেশাল এডিশনের ফোনের দাম কত হতে পারে তা এখনও ঘোষণা করেনি ওয়ানপ্লাস সংস্থা।


ভারতে বর্তমানে ওয়ানপ্লাস ১০আর ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৮,৯৯৯ টাকা।


ওয়ানপ্লাস ১০আর ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর।

  • এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওয়ানপ্লাস ১০আর ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। তার মধ্যে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৩২ মিনিটে ফোনে ফুল চার্জ হবে। অ্যান্ড্রয়েদ ১২-র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি একটি ৫জি কানেক্টিভিটি সম্পন্ন ফোন।


আরও পড়ুন- ফ্লিপকার্টে পোকো-র ফোনে দুরন্ত অফার, কোন কোন মডেল কত কম দামে কেনা যাবে?