OnePlus 10T 5G Launch Event: OnePlus 10T 5G স্মার্টফোনটি ৩ অগাস্ট লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটির বিশ্বব্যাপী লঞ্চ করবে কোম্পানি। করোনা পিরিয়ডের পর এটি OnePlus-এর প্রথম ফিজিক্যাল লঞ্চ ইভেন্ট। OnePlus 10T 5G-এর মূল লঞ্চ ইভেন্ট নিউইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে। তবে ভারতে OnePlus-এর ক্রেজ দেখে কোম্পানি এখানে একটি লঞ্চ ইভেন্টেরও আয়োজন করেছে। শুধু তাই নয়, OnePlus এর ভক্তরাও এই ইভেন্টে অংশ নিতে পারবেন। আপনি এই অনুষ্ঠান লাইভ দেখতে পারেন। 


OnePlus 10T 5G ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হবে ?
OnePlus 10T 5G-এর লঞ্চ ইভেন্ট ভারতে ৩ অগাস্ট ২০২২-এ ব্যাঙ্গালোরের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবার জন্য প্রবেশেপত্র। যেখানে টিকিটের চার্জ হিসাবে ১ টাকা করে নিচ্ছে কোম্পানি।


OnePlus 10T 5G Launch Event: কীভাবে ১ টাকার টিকিট পাবেন ?
OnePlus 10T 5G লঞ্চ প্রিমিয়ারের টিকিট কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। এতে রেজিস্ট্রেশন করার পর ব্যবহারকারীদের কাছে একটি ইমেল পাঠানো হবে। এই মেইলে নিজেই একটি লিঙ্ক ও অনন্য আমন্ত্রণ কোড থাকবে। এর পরে ব্যবহারকারীদের এক টাকার টিকিট কিনে ইভেন্টে অংশগ্রহণের বিষয় সম্পর্কে নিশ্চিত হতে হবে।


OnePlus এই ইভেন্টটিকে বড় করতে চায়। তাই টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র এক টাকা। সবাই যাতে দেখতে আসতে পারেন, তাই 
উদ্যোগ নিয়েছে কোম্পানি। এর সঙ্গে কোম্পানি ভারতে OnePlus 10T 5G সম্পর্কে উন্মাদনা অনুভব করতে চাইছে। 


OnePlus 10T 5G: অনুষ্ঠানে পুরস্কারও পাওয়া যাবে


OnePlus 10T 5G ফোনটি এখানে ইভেন্টে অংশগ্রহণকারী OnePlus-এর ফ্যানরা দেখতে পারবেন। ফোন হাতে নিয়ে ব্যবহারের অভিজ্ঞতাও পাবেন তাঁরা। এই ইভেন্টে নতুন ফোনের প্রি-অর্ডার করার বিকল্পও থাকবে। কোম্পানির মতে, এই লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে ১০০০ জনেরও বেশি ব্যবহারকারী স্ক্রিনিং দেখতে সক্ষম হবেন। নতুন OnePlus 10T 5G স্মার্টফোনটিও OnePlus অনুরাগীদের জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে কোম্পানি জনগণকে বাছাই করে বিনামূল্যে পুরস্কার হিসাবে এই ফোন দেবে।



আরও পড়ুন : Tech Tips: কেউ কল রেকর্ড করলে কীভাবে বুঝবেন ? আগে জানতেন এই পদ্ধতি ?