কলকাতা: ওয়ানপ্লাস ১০টি (OnePlus 10T) ফোন ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। চিনের সংস্থা ওয়ানপ্লাস (OnePlus) তাদের এই ফোন ভারতে লঞ্চের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে ২৫ জুলাই থেকে ১ অগস্টের মধ্যে ওয়ানপ্লাস ১০টি ফোন ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।


শোনা যাচ্ছে, হয়তো অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ওয়ানপ্লাস ১০টি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যেতে পারে। Jade Green এবং MoonStone Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১০টি ফোন। এই ফোনের ডিসপ্লের উপরের বর্ডারের মাঝ বরাবর একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে যেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকবে।


একনজরে দেখে নিন ওয়ানপ্লাস ১০টি ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন



  • ১। এই ফোনে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।

  • ২। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেকেন্ডারি শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • ৩। ওয়ানপ্লাস ১০টি ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে।


আরও পড়ুন- ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি নিয়ে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো আলট্রা, দাম কত হতে পারে?