OnePlus 11 5G: ওয়ানপ্লাস সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 115G) ফোন। আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানপ্লাস ক্লাউড ১১ (OnePlus Cloud 11) ইভেন্ট। সেখানেই লঞ্চ হবে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করতে পারবেন। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন লঞ্চ হয়েছে। সেখানে আলট্রা মডেলের দাম এক লক্ষ টাকারও বেশি। এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষকে বেশ কটাক্ষ করে ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ৫জি ফোনের দাম এতটা বেশি হবে না। টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম ৬০ হাজার টাকার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৬১,৯৯৯ টাকা। গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিংস সিটেম আপডেট এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট থাকবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে। এর পাশাপাশি ওয়ানপ্লাস সংস্থা দাবি করেছে OxygenOS- এর বিভিন্ন আপডেট এই ফোনে প্রদান করবে তারা। 


চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে চিনের মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের সম্ভাব্য ফিচারগুলো একনজরে দেখে নেওয়া যাক।



  • এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ E4 OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে।

  • একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে ওয়ানপ্লাসের এই ফোনে। তার সঙ্গে ১০০ ওয়াটের চার্জার থাকার সম্ভাবনা রয়েছে। ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকতে পারে এই ফোনে।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 2x টেলিফটো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


Oppo Reno 8T: ওপ্পো সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Reno 8T 5G) ফোন। ওপ্পোর এই নতুন স্মার্টফোনে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং কার্ভড ডিসপ্লে। সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক- এই দুই রঙে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন লঞ্চ হয়ছে ভারতে। 


আরও পড়ুন- ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ নয়েজ ফিট ফোর্স, দাম কত? কী কী ফিচার-স্পেসিফিকেশন রয়েছে