OnePlus Smartphone: ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু ফোন ভারতের বাজারে ডেবিউ করতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R 5G) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর ৫জি- র সাকসেসর মডেল হিসেবে। ওয়ানপ্লাসের আসন্ন এই প্রিমিয়াম (OnePlus Premium Smartphone) ফোনে কী কী ফিচার থাকতে পারে তার আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ফোনের ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস আর সিরিজের এই স্মার্টফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। গ্রে এবং গ্যালাক্টিক সিলভার- এই দুই রঙের শেডে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। 


ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

  • এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • ওয়ানপ্লাসের আসন্ন প্রিমিয়াম ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকার কথা শোনা গিয়েছে। ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 মেন ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (আলট্রা ওয়াইড লেন্স সমেত) এবং একটি ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর থাকতে পারে। 

  • এই ফোন পরিচালিত হতে পারে Android 13 out-of-the-box- এর সাহায্যে। এই ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গাআরপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা রয়েছে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে।

  • ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। দাম হতে পারে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। এছাড়াও ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হতে পারে এই ফোন। সেক্ষেত্রে দাম হতে পারে ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে।  


Oppo Reno 8T 5G: ভারতে আসছে ওপ্পোর নতুন ফোন ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Smartphone)। আগামী ৩ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে ভারতে। ওপ্পো রেনো ৮ সিরিজের (Oppo Reno 8 Series) তৃতীয় মডেল হতে চলেছে এই ফোন। এর আগে লঞ্চ হয়েছে ভ্যানিলা মডেল ওপ্পো এনো ৮ (Oppo Reno 8) এবং ওপ্পো রেনো ৮ প্রো (Oppo Reno 8 Pro)। 


আরও পড়ুন- ভারতে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?