OnePlus 15: চিনে লঞ্চের পর ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১৫ ফোন। ২৭ অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫ ফোন। তারপর লঞ্চ হবে ভারতে। দেশে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। ওয়ানপ্লাস ১৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সম্ভবত ২৯ অক্টোবর ওয়ানপ্লাস ১৫ ফোন লঞ্চ হতে পারে ভারতে। কারণ ওইদিন বিশেষ একটা কিছু হতে চলেছে বলে আভাস পাওয়া গিয়েছে ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে। 

Continues below advertisement

ওয়ানপ্লাস ১৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে। OxygenOS 16- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। ওয়ানপ্লাস ১৩- র সাকসেসর হিসেবে ওয়ানপ্লাস ১৫ ফোন লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস ১৫ ফোনে থাকতে চলেছে ৭৩০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। গ্লেসিয়ার ব্যাটারি থাকতে চলেছে এই ফোনে। ১২০ ওয়াটের Super Flash Charge এবং ৫০ ওয়াটের Wireless Flash Charge সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে ওয়ানপ্লাস ১৫ ফোনে। একটি থার্ড জেনারেশন 1.5K BOE Flexible Oriental OLED ডিসপ্লে থাকার কথাও শোনা গিয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। ওয়ানপ্লাস ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি মেন সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে চলেছে। এই পেরিস্কোপ টেলিফটো লেন্সে ইউজাররা পাবেন 3.5x অপটিকাল জুম সাপোর্ট। ভারতে ওয়ানপ্লাস ১৫ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই, তা আন্দাজ করা হচ্ছে। 

ভারতে আসছে আইকিউওও ১৫ ফোন 

Continues below advertisement

আইকিউওও ১৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। চিনে এই ফোন লঞ্চ হতে পারে অক্টোবর মাসে। আর কয়েকদিনের মধ্যে ভারতে আইকিউওও ১৫ ফোনের লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে। ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোনের সাকসেসর মডেল আইকিউওও ১৫ ফোন। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। এই সংস্থা আগেও ফোন লঞ্চ করেছে ভারতে। এবার ফের আসছে একটি ৫জি মডেল। আইকিউওও ১৫ ফোনে কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ৫ চিপসেট থাকতে পারে। এই ফোনে 2K Samsung "Everest" ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। সাদা রঙে লঞ্চ হবে আইকিউওও ১৫ ফোন। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে থাকবে চৌকো ক্যামেরা। ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে এই ফোনে। আর ডিজাইন হবে খুব স্লিম। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসরের জন্য।