নয়াদিল্লি: চিনে লঞ্চ হওয়ার পর এবার ভারতের বাজারে আসার কথা OnePlus 9RT-র। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই প্রকাশ্যে চলে এল ফোনের দাম। রিপোর্ট বলছে, এই দামের মধ্যে দেশে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নতুন মডেল।


ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে OnePlus 9RT। শোনা যাচ্ছে, শীঘ্রই ভারতে লঞ্চ হবে ফোন। OnePlus 9R-এর আপডেটেড ভার্সন হিসাবেই এই ফোনকে তুলে ধরছে কোম্পানি। যাতে ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে ওয়ানপ্লাস। এ ছাড়াও ফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর ও ১২০ হার্টজের রিফ্রেস রেট। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।


OnePlus 9RT-র সম্ভাব্য দাম- টিপস্টার যোগেশ ব্রারের মতে, দেশে (৪০-৪৪) হাজারের মধ্যে দাম হবে এই ফোনের। যোগেশের ধারণা, OnePlus 8T-র দামেও বাজারে এই ফোনকে নামাতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে এর ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে আগের মডেলের মতোই ৪২,৯৯৯ টাকা। চিনে এই ফোনের দাম রাখা হয়েছে CNY 3,299 (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,৪০০ টাকা)। ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই দাম রেখেছে কোম্পানি। টপ মডেলের দাম রাখা হয়েছে CNY 3,799 (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,২০০) টাকা। ফোনের ১২ জিবি ২৫৬ জিবি মডেলের এই দাম রেখেছে ওয়ানপ্লাস।


OnePlus 9RT-র স্পেকস:  ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন দেওয়া হয়েছে OnePlus 9RT তে। সঙ্গে রয়েছে Samsung E4 AMOLED ডিসপ্লে।ফোনে ১২০ হার্টজের রিফ্রেস রেট দিয়েছে চিনা কোম্পানি। সেলফি বাদে  তিনটে ক্যামেরা রয়েছে ফোনে।৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও একটি ২ মেগার ম্যাক্রো ক্যামেরা।  কালো রং বাদে ন্যানো সিলভার রং দেওয়া হয়েছে ফোনে। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগার ফ্রন্ট শ্যুটার।নতুন মডেলে থাকছে Qualcomm Snapdragon 888 চিপসেট। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকছে না গেমারদের। ডিভাইসে থাকবে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে থাকছে wrap ফাস্ট চার্জিং সাপোর্ট। 


 


আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের


আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন


আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়