Wired Earphone: ওয়ানপ্লাসের (OnePlus) একটি নতুন ওয়্যারড ইয়ারফোন (OnePlus Nord Wired Earphone) লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাসের নর্ড (OnePlus Nord) ব্র্যান্ডের এই ইয়ারফোন লঞ্চ হয়েছে। এই নিয়ে ভারতে ওয়ানপ্লাসের নর্ড ব্র্যান্ডের তৃতীয় অডিও ডিভাইস লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাস নর্ড ওয়্যারড ইয়ারফোনে রয়েছে ৯.২ মিলিমিটারের ড্রাইভার্স। এছাড়াও এই ইয়ারফোনে রয়েছে ইন-লাইন কন্ট্রোল বাটন। ইউজাররা এই বাটনের সাহায্যেই ভলিউম কন্ট্রোল করতে পারবেন। তার পাশাপাশি ভয়েস অ্যাসিসট্যান্ট চালু করাও সম্ভব এই বাটনের সাহায্যেই।


ওয়ানপ্লাসের নর্ড ওয়্যারড ইয়ারফোনের দাম এবং বিভিন্ন স্পেসিফিকেশনগুলো দেখে নিন



  • একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক রয়েছে ওয়ানপ্লাসের এই নতুন ইয়ারফোন। শোনা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে ওয়ানপ্লাসের এই ইয়ারফোনের বিক্রি শুরু হবে।

  • OnePlus Bullets Wireless Z- এই ইয়ারফোনের মতো ওয়ানপ্লাস নর্ড ওয়্যারড ইয়ারফোনেও রয়েছে ম্যাগনেট ফিচার। এর সাহায্যে যখন আপনি দুটো ইয়ারফোন একসঙ্গে জুড়ে রাখবেন তখন অডিও বন্ধ হয়ে যাবে। আর যখন দুট আলাদা করে দেওয়া হবে তখন অডিও চালু হবে।

  • ওয়ানপ্লাসের এই ইয়ারফোনের ওজন ১৫ গ্রাম। এটি একটি IPX4 রেটিং প্রাপ্ত ডিভাইস। অর্থাৎ এই ইয়ারফোন জলের ছিঁটে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে এই অডিও প্রোডাক্ট রেজিসট্যান্ট ডিভাইস। কালো এবং লাল রঙের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ওয়্যারড ইয়ারফোন। 

  • ওয়ানপ্লাসের ওয়াবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারফোন কেনা যাবে। এর পাশাপাশি ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর এবং অন্যান্য অফলাইন স্টোর যেমন রিলায়েন্স ডিজিটাল, বাজাজ ইলেকট্রনিক্স, বিজয় সেলস, টপ ১০ মোবাইলস, পূজারা টেলিকম- এইসব সংস্থা থেকেও কেনা যাবে ওয়ানপ্লাসের এই ইয়ারফোন। ভারতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের এই ইয়ারফোনের দাম ৭৯৯ টাকা।


ওয়ানপ্লাস সংস্থা একটি ফোল্ডেবল ফোনও লঞ্চ করতে চলেছে। এর আগে ‘ফাইন্ড এন’ ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। এবার ফের একটি ফোল্ডেবল ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে এই সংস্থার। তবে নতুন ফোল্ডেবল ফোনের নাম ঘোষণা করেনি ওয়ানপ্লাস সংস্থা। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। ২০২১ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল ফাইন্ড এন ফোন। এই ফোনের সঙ্গে নতুন ফোল্ডেবল ফোনের কিছু মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ওয়ানপ্লাস সংস্থা একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চেরও পরিকল্পনা করছে ভারতে।


আরও পড়ুন- ব্লুটুথ কলিং ফিচার, অ্যালেক্সার সাপোর্ট, ভারতে হাজির বোটের নতুন স্মার্টওয়াচ