OnePlus Flagship: ভারতের বাজারে এসে গেল ওয়ান প্লাসের নতুন ফ্ল্যাগশিপ মডেল ওয়ান প্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ান প্লাস ১২ আর। মঙ্গলবার একইসঙ্গে বিশ্বে এবং ভারতের বাজারে এই নতুন মডেলটি লঞ্চ করে ওয়ান প্লাস। ওয়ান প্লাস বাডস ৩-ও নিয়ে এসেছে এই সংস্থা। তবে ওয়ান প্লাসের এই নতুন মডেলে যুক্ত হয়েছে অসাধারণ সব ফিচার্স। দামও বেশ আকর্ষণীয়।
ওয়ান প্লাস ১২-তে (OnePlus 12) থাকছে অসাধারণ সব ফিচার্স এবং স্পেসিফিকেশন। Snapdragon 8 Gen 3 chipset, ব্রাইট 4500 nits peak display এবং সুপারফাস্ট 100W চার্জিং সিস্টেম রয়েছে এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ মডেলে। চলুন দেখে নেওয়া যাক আরও কী ফিচার্স রয়েছে এতে।
ডিজাইন
প্রিমিয়াম ডিজাইনের এই ফোন আয়তনে ১৬৪.৩ মিমি × ৭৫.৮ মিমি × ৯.১৫ মিমি। ফোনের ওজন মাত্র ২২০ গ্রাম। এর পিছনের অংশ যদিও কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। মূলত দুটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই ফোন- Flowy Emerald এবং Silky Black।
ডিসস্প্লে
ওয়ান প্লাস ১২ (OnePlus 12) মডেলে ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার সঙ্গে আছে ৩১৬৮ × ১৪৪০ পিক্সেলের রেজোলিউশন। 120Hz ProXDR ডিসপ্লের সঙ্গে ডায়নামিক রিফ্রেশ রেটও থাকছে এই ফোনে।
প্রসেসর
Snapdragon 8 Gen 3 chipset প্রসেসর থাকছে এই ফোনে। র্যাম থাকছে দু'রকম ১২ জিবি বা ১৬ জিবি। অন্যদিকে স্টোরেজেও দুটি বিকল্প পাওয়া যাচ্ছে। ২৫৬ জিবি এবং ৫১২ জিবি।
ক্যামেরা
ওয়ান প্লাস ১২ (OnePlus 12) মডেলের ক্যামেরা চোখ কাড়তে বাধ্য। ওয়ান প্লাসের অনুরাগীদের কাছে এই অত্যাধুনিক ক্যামেরা একেবারে আকর্ষণীয় অফারের মত। এই ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। শুধু তাই নয়, এর সঙ্গে উপরি পাওনা ৩এক্স অপটিকাল জুম। ফ্রন্ট ক্যামেরা থাকছে ৩২ মেগাপিক্সেলের।
ব্যাটারি
নতুন ওয়ান প্লাস ১২ মডেলে 5400 mAh ব্যাটারি থাকছে। ফাস্ট চার্জিংয়ের জন্য থাকছে 100W SUPERVOOC এবং 50W AIRVOOC।
সফটওয়্যার
ওয়ান প্লাস ১২ মডেলে সফটওয়্যার হিসেবে রাখা হয়েছে Oxygen OS 14 যা কিনা অ্যান্ড্রয়েড ১৪-র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
দাম
১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটির (OnePlus 12) দাম ভারতের বাজারে ৬৪,৯৯৯ টাকা। অন্যদিকে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেল পাওয়া যাবে ৬৯,৯৯৯ টাকায়। ৩০ জানুয়ারি ২০২৪ থেকেই বাজারে পাওয়া যাবে এই নতুন ফ্ল্যাগশিপ ফোন।