OnePlus Earbuds: ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ইয়ারবাডস লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১৭ সেপ্টেম্বর দেশে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ (OnePlus Nord Buds 3) - এই ইয়ারবাডস। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ইয়ারফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস হতে চলেছে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডস। এর আগে ভারতে এবছর জুলাই মাসে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো ইয়ারবাডস। সেই দলেই এবার যুক্ত হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডস। 


ওয়ানপ্লাস ইন্ডিয়ার প্রোডাক্ট পেজে বর্তমানে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসের ডিজাইন দেখা গিয়েছে। ধূসর রঙে এই ইয়ারবাডস লঞ্চ হতে চলেছে। এছাড়াও সম্ভবত থাকছে সাদা রঙের একটি মডেল। ইন-ইয়ার ডিজাইন থাকতে চলেছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসে। এই মডেলে থাকবে সিলিকন ইয়ার টিপস। এছাড়াও থাকবে রাউন্ডেড স্টেম যা নীচের দিকে ক্রমশ চওড়া হবে। চার্জিং কানেক্টর থাকবে এই স্টেমের নীচের অংশে। নুড়ির আকৃতির চার্জিং কেস ম্যাগনেটিক হবে। সেখানে ওয়ানপ্লাস ব্র্যান্ডের নাম লেখা থাকবে। আর থাকবে এলইডি চার্জিং ইন্ডিকেটর লাইট। সামনের দিকে এই লাইট থাকবে যা চার্জ সম্পর্কে জানান দেবে। 


ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ - তে কী কী ফিচার থাকতে চলেছে? 



  • ৩২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। একবার পুরো চার্জ দিলে ৪৩ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই ইয়ারবাডস। 

  • গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাসের আসন্ন ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে। 

  • ১২.৪ মিলিমিটারের টাইটেনিয়াম ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো ইয়ারবাডসের থেকে ভারতে নতুন ইয়ারবাডসের দাম কম হবে বলেই অনুমান করা হচ্ছে। ৩২৯৯ টাকায় ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছিল। এর থেকে ওয়ানপ্লাস নর্ড সিরিজের আসন্ন ইয়ারবাডসের দাম কমে হবে বলে অনুমান। 


আরও পড়ুন- ইনফিনিক্সের নতুন ৫জি ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।