OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি (OnePlus Nord CE 3 5G) ফোনের বিক্রি শুরু হতে চলেছে লঞ্চের একমাস পরে। গতমাসে অর্থাৎ জুলাইতে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। সম্প্রতি জানা গিয়েছে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৪ অগস্ট থেকে। Aqua Surge এবং Gray Shimmer- এই দুই রঙে পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোন। ওয়ানপ্লাসের ওয়েবসাইটের পাশাপাশি এই ফোন কেনা যাবে অ্যামাজন থেকেও। ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর। আর রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। 


ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের দাম



  • এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। 

  • এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে Android 13-based OxygenOS 13.1 - এর সাপোর্ট।

  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Fluid AMOLED ডিসপ্লে।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (১১২ ডিগ্রি ফিল্ড ভিউ) এবং ২ মেগাপিক্সেলের সেনসর (৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স যুক্ত)। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 


ভারতে আসছে নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন


স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ অগস্ট। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন। শোনা যাচ্ছে, এই ৫জি ফোনের দাম ১৬ হাজার টাকার আশপাশে হতে পারে। Electric Black এবং Mystic Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি মডেল। স্যামসাংয়ের আসন্ন ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে বলে জানিয়েছে সংস্থা। চার্জিং সাপোর্ট প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। এই ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত) থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, দাম কত হতে পারে?