কলকাতা: বিশেষভাবে সক্ষম মহিলা ক্রিকেটারের ভূমিকায় এবার সাইয়ামি খের (Saiyami Kher)। আর কোচের ভূমিকায় অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। আগামী মাসেই মু)ক্তি পেতে চলেছে 'ঘুমার' (Ghoomer)। তাই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। বুধবার প্রকাশ্য এসেছিল ছবির টিজার। পাশাপাশি ট্রেলার মুক্তির তারিখও প্রকাশ্য়ে এনেছিলেন অভিষেক (Abhishek Bachchan)। অভিনেতা জানিয়েছিলেন  অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যে আসতে চলেছে এই ছবির ট্রেলার। তবে জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের (Nitin Desai) মৃত্যুর খবরে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পিছিয়ে দেওয়া হল ট্রেলার মুক্তির তারিখ। জানা যাচ্ছে ৪ তারিখ অর্থাৎ শুক্রবার প্রকাশ্য়ে আসবে এই ছবির ট্রেলার। 



প্রসঙ্গত, এই ছবির টিজারে, অভিষেক বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, "জিন্দেগি যখন মুহ পর দরওয়াজা ব্যান্ড কারতি হ্যায় ট্যাব উসসে খুলনা না তোদনা পড়তা হ্যায়।" অর্থাৎ "জীবন যখন একটি দরজা বন্ধ করে দেয়, আপনাকে এটি খুলতে হবে না, আপনাকে এটি ভেঙে ফেলতে হবে।"


আরও পড়ুন...


লিভার ভাল রাখার জন্য কোন কোন খাবার খেতে পারেন আপনি? রইল তালিকা


আর বাল্কি পরিচালিত এই ছবি মূলত ঘুমার একজন মহিলা ক্রিকেটারের গল্প, যিনি  কোনও এক দুর্ঘটনায় আহত হওয়ার পরেও নিজের স্বপ্নকে তাড়া করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এবং বাম হাতে খেলতে শেখতে শুরু করেন। অভিষেক বচ্চন এমন এক কোচের ভূমিকা অভিনয় করছেন, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। শাবানা আজমি এই ছবিতে সাইয়ামি খেরের দাদির ভূমিকায় অভিনয় করেছেন। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অঙ্গদ বেদীকেও। উল্লেখ্য়, একটি ছোট চরিত্রে এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। আগামী ১৮ই আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।


উল্লেখ্য়, প্রেক্ষাগৃহে মুক্তির আগে ঘূমের অস্ট্রেলিয়ায় এর প্রিমিয়ার হবে। এটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM) এর উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে যা ১১ আগস্ট থেকে শুরু হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial