OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জুলাই। জানা গিয়েছে, এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস নর্ড সিই ২ (OnePlus Nord CE 2) ফোনের সাকসেসর মডেল হিসেবে। ৫ জুলাই ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সঙ্গে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের লাইভ ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Aqua Surge রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ১২ জিবি র‍্যাম থাকতে পারে এই ফোনে। 


ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের দাম কত হতে পারে


টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের দাম ২৫ থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে। Grey Shimmer রঙেও লঞ্চ হতে পারে এই ফোন। 


কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে



  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ থাকতে পারে। র‍্যাম এক্সপ্যান্ড করা যাবে ১৬ জিবি পর্যন্ত। 

  • অ্যান্ড্রয়েড ১৩ এবং OxygenOS 13.1 সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে। দু'বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিনবছরের সিকিওরিটি আপডেট পাওয়া যেতে পারে এই ফোনে।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে ৬.৭ ইঞ্চির fluid AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনের সেলফি ক্যামেরা সেনসর সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। 

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (১১২ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স), ২ মেগাপিক্সেলের সেনসর (৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স) থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


Realme Smartphones: ভারতে রিয়েলমি নারজো ৬০ সিরিজের (Realme Narzo 60 Series) ফোন লঞ্চ হতে চলেছে জুলাই মাসের শুরুর দিকেই। জানা গিয়েছে, আগামী ৬ জুলাই, এই স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি নারজো ৬০ ৫জি (Realme Narzo 60 5G) এবং রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি (Realme Narzo 60 Pro 5G)- এই দুই ফোন লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোনগুলি কেনা যাবে। কার্ভড ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৬০ সিরিজ। এছাড়াও শোনা গিয়েছে, এই সিরিজের ফোনে ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। তার ফলে ২,৫০,০০০ ছবি ফোনে সেভ রাখা যাবে। রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোন অর্থাৎ বেস মডেলে ১০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যানিলা বা বেস মডেলের ডিজাইন রিয়েলমি ১১ ৫জি ফোনের মতো হতে পারে। আগামী ৬ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে রিয়েলমি নারজো ৬০ সিরিজ। 


আরও পড়ুন- বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?