OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন (OnePlus Nord CE 4 5G)। এই ফোন আগামী পয়লা এপ্রিল (১ এপ্রিল) সন্ধে ৬টা ৩০ মিনিটে ভারতে লঞ্চ হবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি (OnePlus Nord CE 3 5G) ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন। অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে চলেছে। দুটো রঙে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera Unit) ইউনিট থাকতে চলে এই ফোনে। অ্যামাজন ইন্ডিয়া- এই ই-কমার্স সংস্থা ছাড়াও ওয়ানপ্লাস ইন্ডিয়ার (OnePlus India) ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে বলে অনুমান করা হচ্ছে। কারণ এই দুই ক্ষেত্রেই ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ৫জি ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তবে ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন সম্পর্কে এ যাবৎ কী কী জানা গিয়েছে, দেখে নিন একনজরে 



  • কালো এবং সবুজ রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন।

  • এই ফোনে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ওয়ানপ্লাসের এই ফোনে। এর সঙ্গে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকার কথা শোনা গিয়েছে।

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 


সম্প্রতি দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই দামেই ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। এই ফোন অ্যামাজন থেকে কিনতে চাইলে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই ব্যাঙ্ক অফার যুক্ত হলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হবে ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৮,৯৯৯ টাকা।


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে?