OnePlus Smartphones: আজ অর্থাৎ ১ এপ্রিল লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) ফোন। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনের সাকসেসর মডেল হিসেবে। ইতিমধ্যেই এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি ওয়ানপ্লাস সংস্থা এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন নিশ্চিত ভাবে জানিয়েছে। এছাড়াও জানা গিয়েছে বেশ কয়েকটি সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন। তাহলে চলুন ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের ভারত আনুষ্ঠানিক লঞ্চের আগে একঝলকে দেখে নেওয়া যাক যে এতদিন এই ফোন সম্পর্কী কী কী তথ্য জানা গিয়েছে।


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের সম্ভাব্য দাম 


শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। তার দাম ২৬,৯৯৯ টাকা হতে পারে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের একটি ভ্যারিয়েন্টে ১২ জিবি র‍্যাম থাকারও সম্ভাবনা রয়েছে। আর স্টোরেজের পরিমাণ হবে ২৫৬ জিবি। এই মডেলের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের নিশ্চিত এবং সম্ভাব্য কয়েকটি ফিচার এবং স্পেসিফিকেশন 



  • এই ফোনে ৬.৭ ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে থাকবে বলে শোনা গিয়েছে এবং তার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।

  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে বলে জানিয়েছে সংস্থা। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে ১০০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে যার সাহায্যে এক থেকে একশ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে। 

  • এই ফোনে ইনবিল্ট ৮ জিবি র‍্যাম থাকবে যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। এটি একটি ৫জি ফোন হতে চলেছে।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে ৫৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে। 

  • এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এটি Sony LYT-600 সেনসর হতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে যেখানে আবার Sony IMX355 সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা