OnePlus Smartphones: হাতে বাকি আর মাত্র ৫ দিন। তারপরেই ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ৫জি মডেল (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 4 Lite 5G)। আগামী ২৪ জুন, ভারতীয় সময় সন্ধে ৭টায় এই ফোন লঞ্চ হবে দেশে। নীল রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের কিছু কিছু স্পেসিফিকেশন নির্দিষ্ট করেছে ওয়ানপ্লাস সংস্থা। যেমন- ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে যা সোনি সংস্থা তৈরি করেছে। এই ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। 






ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম কত হতে পারে 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম হবে বলে অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে, বেস মডেলের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। আর টপ-এন্ড মডেলের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। তবে এই প্রসঙ্গে ওয়ানপ্লাস সংস্থা নিশ্চিতভাবে কিছু ঘোষণা করেনি। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের দাম ২০ হাজার টাকা কম ছিল লঞ্চের সময়। অনুমান এর থেকে কিছুটা বেশিই থাকবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম। 


ওয়ানপ্লাস নর্ড সিরিজের আসন্ন ৫জি ফোনে ৫১১০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে। ৫ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে পারে এই ফোনে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১, আর কী কী লঞ্চ হতে পারে একইসঙ্গে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।