OnePlus Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) স্মার্টফোন। আগামী ১ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস (OnePlus Smartphone) সংস্থা। দেশে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের র‍্যাম (RAM) এবং স্টোরেজ (Storage) কনফিগারেশন নিশ্চিত ভাবে জানিয়েছে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ। এর আগে ফোনের ডিজাইন এবং বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন। জানা গিয়েছে, এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন। 


এক্স মাধ্যমে ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিশিয়াল হ্যান্ডেল থেকে জানানো হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের র‍্যাম এবং স্টোরেজ স্পেসিফিকেশন। এই ফোনে ৮ জিবি র‍্যাম থাকবে। সেই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো যাবে। এক্ষেত্রে র‍্যামের পরিমাণ বাড়ানোর জন্য ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ সাহায্য নেওয়া হবে। এর পাশাপাশি ওয়ানপ্লাসের আসন্ন ফোনে স্টোরেজের পরিমাণ সর্বোচ্চ ১ টিবি পর্যন্ত করা সম্ভব। এই ফোনে ইনবিল্ট স্টোরেজের পরিমাণ থাকবে সর্বোচ্চ ২৫৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন ১২৮ জিবি স্টোরেজ নিয়েও একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। 


 






এর আগে শোনা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের আসন্ন ফোন Celadon Marble এবং Dark Chrome- এই দুই রঙে লঞ্চ হবে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি শোনা গিয়েছে এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লের থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- ৩ এপ্রিল ভারতে 'নতুন কিছু' লঞ্চ করতে চলেছে মোটোরোলা, গ্রাহকদের কী উপহার দেবে সংস্থা?