Games Banned In India: অনলাইন গেমিংয়ের আসক্তি ক্ষতি করছিল শিশু-কিশোরদের মনে। গেমের মাধ্যমে ধর্ম পরিবর্তনের সাম্প্রতিক ঘটনা সামনে আসতেই বড় ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ভারতে তিন ধরনের গেম নিষিদ্ধ করবে মোদি সরকার।
Online Game Ban: কী বলেছেন মন্ত্রী ?
সংবাদ সংস্থা এএনআইকে চন্দ্রশেখর জানান, সরকার ইতিমধ্যেই নতুন নিয়মগুলির একটি নীলনকশা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী তিন ধরনের গেম নিষিদ্ধ হবে দেশে। তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে দেশে ওই গেমগুলি নিষিদ্ধি ঘোষমা করা হয়েছ। যার মধ্যে রয়েছে...
১ যে গেমগুলি বাজি বা বেটিংয়ের সঙ্গে জড়িত
২ ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক হতে পারে এমন গেম
৩ আসক্তির পর্যায়ে চলে যাবে এমন গেমগুলি দেশে নিষিদ্ধ হবে
মন্ত্রী বলেন, " এই প্রথমবার আমরা অনলাইন গেমিং সংক্রান্ত একটি কাঠামো তৈরি করেছি। যার ভিত্তিতে আমরা দেশে ৩ ধরনের গেমের অনুমতি দেব না। যে গেমগুলিতে বেটিং জড়িত বা ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক হতে পারে ও আসক্তির কারণ হতে পারে, এমন তিন ধরনের গেম দেশে নিষিদ্ধ হবে।" স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে। এই ধরনের প্রচুর অ্যাপ্লিকেশন নিষিদ্ধ হবে নতুন নিয়মের ভিত্তিতে।
Online Gaming Rules: পরিবর্তিত পরিস্থিতিতে বদলে যাচ্ছে সরকারের মত। এবার অনলাইন গেমিং নিয়ে আরও কড়া বিধিনিষেধ আনতে চলেছে মোদি সরকার। শীঘ্রই দেশে অনলাইন গেমিং বাজার নিয়ে একটি বিল আনবে সরকার । সূত্রের খবর, যেকোনও অনলাইন গেম যা থেকে টাকা উপার্জন হচ্ছে তা সরকারি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে।
Online Gaming Rules: ঠিক কী করছে সরকার ?
দেশে অনলাইন গেমিংয়ের ভবিষ্যৎ নির্ধারণ করতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকলের মতামত নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি কর বিশেষজ্ঞদের থেকেও মতামত নেওয়া হচ্ছে। মূলত,দেশে অনলাইন গেমিংয়ের ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই খসড়া তৈরি করা হয়েছে। যা আগামী দিনে বিল আকারে আসতে পারে।
Online Gaming Rules: কেন এই সিদ্ধান্ত ?
মূলত, ভারতে অনলাইন গেমগুলিকে জুয়ার সঙ্গে তুলনা করা হয়। টাকা উপার্জনের এই গেমগুলি প্রায় ভারতের প্রতিটি অঞ্চলেই নিষিদ্ধ। মনে রাখবেন, এই গেমগুলি কোন রাজ্যে নিষিদ্ধ হবে তা রাজ্য সরকারই ঠিক করে। এখন 'অপরচুনিটি' ও 'স্কিল গেম' উভয়কেই নিয়ন্ত্রণের আওতায় আনার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : June Deadline: ১৪, ২৬, ৩০ জুন শেষ তারিখ, এই কাজগুলি না করলে সময় শেষ !