নয়া দিল্লি: 5G-র বাজার ধরতে আরও এক স্মার্ট ফোন আনল ওপ্পো। এবার লোয়ার মিডরেঞ্জে মার্কেট ধরতে A53s 5G আনল চিনা কোম্পানি। তবে স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেকের চিপসেট দেওয়া হয়েছে এই ফোনে।
দেশে 5G ফোনের মার্কেট ধরতে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে চিনা কোম্পানিগুলি। রিয়েলমির পর এবার লোয়ার মিডরেঞ্জে আরও এক 5G মডেল আনল ওপ্পো। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। দুটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে ফোনের।
Oppo A53s 5G-র দাম ও ভ্যারিয়েন্ট
নতুন মডেলে ৬জিবি, ১২৮ জিবি ও ৮ জিবি, ১২৮ জিবির ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। Oppo A53s 5G-র প্রথম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯০ টাকা। পাশাপাশি ৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৬,৯৯০ টাকা। ফ্লিপকার্টে ক্রিস্টাল ব্লু ও ইনক ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ডুয়েল সিম ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে ফোনে। ফলে নিরাস হওয়ার কারণ নেই ক্রেতাদের।
Oppo A53s 5G স্পেসিফিকেশন
স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়নি এই ফোনে। বাজেট ফ্রেন্ডলি রাখতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দেওয়া হয়েছে নয়া মডেলে। রয়েছে বিগ ব্যাকআপের ৫০০০ এমএএইচের ব্যাটারি। ফোনে রয়েছে সুপার পাওয়ার সেভিং মোড। আল্ট্রা ক্লিয়ার আই ডিসপ্লে দেওয়ায় ফোনে ব্রাইটনেস এমনিতেই বেড়ে গিয়েছে। এখানেও দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ ডিসপ্লে। ১৮৯ গ্রামের থ্রিডি কার্ভড বডি এজ থাকায় মডেলের ডিজাইন ল্যাঙ্গোয়েজ বদলে গিয়েছে পুরোপুরি। ওয়েট ব্যালেন্স ভালো হওয়ায় হাল্কাই মনে হবে ফোন।
Oppo A53s 5G ফোনের ক্যামেরা
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ত্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনে। যার মধ্যে রয়ছে ১৩ মেগাপিক্সেলের মেইন সেন্সর। বাকি ২ মেগাপিক্সেলের পোট্রেইট ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে ফোনে। সেলফির জন্য ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। এরমধ্যে আল্ট্রা নাইট সেলফির ফিচার দিয়েছে কোম্পানি। যার ফলে নাইট মোডে ছবি তুলে নতুন করে রিটাচ করতে হবে না ছবি।