Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি স্মার্টফোন। এখনও এইসব ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ যদিও জানা যায়নি। তবে এইসব ফোন যে দেশে লঞ্চ হবে সেটা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।
পোকো এম৬ প্রো ৫জি- পোকো সংস্থার ফোন ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি ভারতে প্রথম ইয়ারবাডসও লঞ্চ করেছে এই কোম্পানি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি ৫জি ফোনও এ দেশে লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। এবার লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি মডেল। শোনা যাচ্ছে, পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে এই নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু প্রধান সম্প্রতি ট্যুইট করে এই ফোনের ভারতে আগমন সম্পর্কে ঘোষণা করেছেন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কার্ভড প্যানেল, আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল, ডুয়াল টোন- এইসব ফিচার থাকতে পারে পোকো এম৬ প্রো ৫জি ফোনে।
ওপ্পো এ৭৮ ৪জি- ওপ্পো সংস্থার এই নতুন ৪জি ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও লঞ্চের নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। প্রসঙ্গত জুলাই মাসে ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতের পালা। অনুমান, ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে। সি-গ্রিন রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ৭৮ ৪জি ফোন। এই ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার দুটো ক্যামেরা মডিউল থাকতে পারে। ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ওপ্পো 'এ' সিরিজের আসন্ন ফোনে ৬.৪৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এই ফোন পরিচালিত হতে পারে Android 13-based ColorOS 13.1 out-of-the-box - এর সাহায্যে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম থাকতে পারে যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও থাকতে পারে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পো এ৭৮ ৪জি ফোনে।