Oppo F21 Series: স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Oppo তাদের নতুন স্মার্টফোন Oppo F21 Pro ও Oppo F21 Pro 5G ভারতে লঞ্চ করেছে। Oppo F21 Pro একটি 4G স্মার্টফোন, যেখানে Oppo F21 Pro 5G একটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।


Oppo F21 Pro specifications
এই স্মার্টফোনটিতে একটি 6.4-ইঞ্চি ফুল HD ডিসপ্লে রয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 প্রসেসর পাবেন ক্রেতা। ফোনে 8GB RAM দেওয়া হয়েছে। এর ইন্টারনাল মেমরি 128 জিবি। একই সঙ্গে এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল ছাড়াও দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4500mAh এর ব্যাটারি। পাশাপাশি এই ফোনে 33 ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট দিয়েছে কোম্পানি।


Oppo F21 Pro 5G specifications
এই স্মার্টফোনে একটি 6.4-ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাবেন। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে। এ ছাড়াও ফোনে 8GB RAM দিয়েছে কোম্পানি। এর ইন্টারনাল মেমরি 128 জিবি। একই সঙ্গে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, আর দুটি ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4500mAh এর ব্যাটারি। পাশাপাশি এই ফোন 33 ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।


Oppo F21 Pro Price:


Oppo F21 Pro-এর দাম 22999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি Oppo F21 Pro 5G-র দাম রাখা হয়েছে 26999 টাকা। SBI-এর ক্রেডিট কার্ড দিয়ে Amazon থেকে এই স্মার্টফোনগুলি কিনলে 2300 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি 3000 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এছাড়াও 6 মাসের জন্য ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টও দেওয়া হয় এই ফোনে।


আরও পড়ুন : Google Maps: কোথায় আটকে আপনার ট্রেন ! এই সহজ ধাপে বলে দেবে গুগল ম্যাপস