Oppo Smartphone: ওপ্পো সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে পারে ওপ্পো এফ২৩ প্রো ৫জি (Oppo F23 Pro 5G) ফোন। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series Phone) এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ভারতে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এর পাশাপাশি জানা গিয়েছে, ওপ্পো এফ২১ প্রো ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। গতবছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। 


অনুমান করা হচ্ছে ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোন একটি মাঝামাঝি রেঞ্জের ফোন হত চলেছে। অর্থাৎ এর দাম খুব বেশি হবে না। আবার বাজেট ফোনের মতো সস্তাও হবে না। ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ১৫ মে। এই ফোনের দাম ২৫ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে হতে পারে। যদিও এইসব প্রসঙ্গে ওপ্পো সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। 


ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। আগের মডেলের মতোই প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে নতুন ফোনে। ওপ্পোর আসন্ন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে।

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের দুটো সেনসর থাকার কথা রয়েছে। 

  • ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি (Infinix Smart 7 HD) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স স্মার্ট ৭ সিরিজের (Infinix SMart 7 Series) মধ্যে লঞ্চ হয়েছে এই নতুন ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে আলট্রা পাওয়ার সেভিং মোড। এর সাহায্যে ফোনের ব্যাটারি ৫ শতাংশে পৌঁছে গেলেও ইউজার প্রায় ২ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাবেন। সেক্ষেত্রে এই ফিচার ফোনে অন রাখতে হবে। এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম, প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম, প্রায় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে ইনফিনিক্স সংস্থা। 


আরও পড়ুন- ডায়াবেটিসে গাজর খাওয়া উচিত নয় কেন ?