কলকাতা: পরিচালক বিক্রমদিত্য মোতওয়ানের পিরিয়ড ড্রামা 'জুবিলি' ইতিমধ্য়েই মন জয় করে নিয়েছে আপামর সিনেপ্রেমী দর্শকের। এই ওয়েব সিরিজ নিয়ে চর্চাও কম হচ্ছে না। তার মূল কারণ হিসেবে বলা যায়, এই সিরিজের বিষয়বস্তু। পাশাপাশি যথাযথ কাস্টিং এই সিরিজকে পৌঁছে দিয়েছে অন্য় মাত্রায়।
বলিউডের জন্মের ইতিহাস নিয়ে তৈরি হয়েছিল 'জুবলি'
মূলত বলিউডের জন্মের ইতিহাস নিয়ে তৈরি হয়েছে 'জুবলি'। এই সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। পরিচালক এর আগেঅ উড়ান, লুটেরার মতো ছবি তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন দর্শকমহলে। বিশেষ করে ইতিহাস ছোঁওয়া ও হেনরির 'দ্য লাস্ট লিফ' অনুসরণে, তার তৈরি লুটেরা আজও বারবার আলোচিত হয়। বলাইবাহুল্য বিক্রমাদিত্যর পরিচালনা, বলিউডের জন্মের ইতিহাসে নতুন করে ঝড় তুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি নিজ নিজ চরিত্রে দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন অদিতি রাও, রাম কাপুর ওয়ামিকা গাব্বি। এর সিরিজের চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেনও। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল 'জুবিলি'।
আরও পড়ুন...
Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?
প্রসঙ্গত, জুবলি-র টিজারের শুরুতেই দেখা গিয়েছিল, স্বাধীনতার পরের ভারতবর্ষ। লাল রঙের ট্রাম, সারি সারি ধুতি-পাঞ্জাবি পরা সাধরণ মানুষ এগিয়ে চলেছেন ডকের দিকে। অপরদিকে, দামী গাড়িতে বিলাসিতা চুঁইয়ে পড়ছে। কোনও দিকে না তাঁকিয়ে রাজকীয়ভাবে এগিয়ে আসছেন অদিতি রাও। ডীপ কালারের কোর্ট, মেরুণ টাই পরে, দামী চশমার উপর থেকে তাঁকিয়ে ঠোঁটের কোনায় আলতো হাসি প্রসেনজিৎ-র।
আরও পড়ুন...
No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?
উল্লেখ্য়, ‘জুবিলি’ র অন্য়তম বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা। তাঁর চরিত্রের নাম এখানে বিনোদ যিনি পরবর্তী সময় হিরো মদন কুমার হিসেবে আত্মপ্রকাশ করেন। আর মুক্তির আগে থেকেই চর্চায় চলে এসেছিল মদন কুমার চরিত্রটি। ভূমি পেডনেকার, সোনাক্ষী সিনহা, আয়ুষ্মান খুরানা, হিমেশ রেশমিয়া, মালাইকা অরোরা, অনুরাগ কাশ্যপ, অর্জুন কাপুর, রাজকুমার রাও, মিলিন্দ সোমান এবং বাবা সেহগাল সহ বলিউড সেলিব্রিটিরা মদন কুমারের সাথে তাদের সম্পর্ক এবং পেশাদারিত্ব নিয়ে কথা বলেছিলেন। তবে পুরোটাই সিরিজের প্রচারের।
এসপ্রসঙ্গে অপারশক্তি খুরানা জানিয়েছিলন, এই চরিত্রের সঙ্গে তাঁর বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। তিনি জানিয়েছিলন, ২১ বছর বয়েসে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর টিভি চ্য়ানেলে হোস্ট হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বরাবর তাঁর ইচ্ছা ছিল অভিনয় জগতে আসার। এরপর শুরু হয় একের এক অডিশন। ধীরে ধীরে তাঁর কাছে আসতে থাকে অভিনয়ের সুযোগ। 'জুবিলি'তেও এভাবেই দেখানো হয়েছে বিনোদের জীবন।