Oppo Phones: আগামীকাল অর্থাৎ ২০ মার্চ ভারতে আসছে ওপ্পো এফ২৯ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৯ ফোনের সঙ্গে লঞ্চ হবে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগের দিন এই দুই ফোন সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন
- ওপ্পো এফ২৯ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে।
- ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর থাকতে পারে। এই ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে।
- ওপ্পো এফ২৯ ৫জি ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- ওপ্পো এফ২০ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- দুটো ফোনই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং হলের সহজে নষ্ট হবে না।
ওপ্পো এফ২৯ ৫জি ফোন গ্লেসিয়ার ব্লু এবং সলিড পার্পল রঙে লঞ্চ হতে পারে। অন্যদিকে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হতে পারে। ২০ মার্চে দেশে লঞ্চের পর ওপ্পো এফ২৯ সিরিজের এই দুই ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ওপ্প ইন্ডিয়া ই-স্টোর থেকে।
সম্প্রতি ওপ্পো রেনো সিরিজের একটি ফোন ভারতে লঞ্চ হয়েছে নতুন রং এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে
ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন নতুন রঙে এবং নতুন র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভারতে। এর আগে ভারতে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন লঞ্চ হয়েছিল দুটো রঙে। সেখানে ছিল ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এবার স্কাই ব্লু রঙে এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ওপ্পোর এই ফোন। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওপ্পোর এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।