কলকাতা: ঠিক এক বছর আগে ইহলোক ত্য়াগ করেছিলেন শিল্পী-সুরকার বাপি লাহিড়ি। আজ তাঁর স্মরণে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ক্য়াপশনে লিখলেন, Will always cherish your memories Bappi Da ❤️



ঋতুপর্ণা সেনগুপ্ত যে সময়ে কেরিয়ার শুরু করেছিলেন, সে সময় বাপি লাহিড়ি মধ্য় গগনে। ঋতুপর্ণার অসংখ্য় ছবিতে সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন বাপি লাহিড়ি। 


প্রসঙ্গত, ১৫ই ফেব্রুয়ারি, ২০২২ শে মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান হয়েছিল শিল্পী-সুরকার বাপি লাহিড়ির। জানা যায়, তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। তাঁর মৃত্যু হয়েছিল ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া)র কারণে।


আরও পড়ুন... মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চরিত্রে কনীনিকা, কী চলছে শুটিং ফ্লোরে?


১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।


একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন।                                                             


সোনার গয়না পরার ঝোঁক ছিল বাপি লাহিড়ির। গানের পাশাপাশি রাজনীতিতেও উত্সাহী ছিলেন। ২০১৪-য় শ্রীরামপুর লোকসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান। 


আজকের দিনে ঋতুপর্ণার এই পোষ্ট যে বিশেষভাবে অর্থবহ, একথা বলাই যায়।