Vivo Y17s: ভারতে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই১৭এস (Vivo Y17s) লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও প্রসেসর। দুটো রঙ এবং দুটো স্টোরেজ অপশন নিয়ে ভিভো ওয়াই১৭এস ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ভারতে ভিভো ওয়াই১৭এস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। অ্যামাজন এবং ফ্লিপকার্ট, দু'জায়গা থেকেই এই ফোন কেনা যাবে। আর পাওয়া ভিভো সংস্থার ওয়েবসাইট এবং অফলাইনে ভিভো রিটেল পার্টনার স্টোর থেকে। ফরেস্ট গ্রিন এবং গ্লিটার পার্পল- এই দুই রঙে ভিভো ওয়াই১৭এস ফোন লঞ্চ হয়েছে। 


ভিভোর নতুন ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন একঝলকে দেখে নেওয়া যাক



  • ভিভো ওয়াই১৭এস ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই সিরিজের এই ফোনে।

  • একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে এই ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড FuntouchOS 13- এর সাহায্যে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ভিভো ওয়াই১৭এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ইউএসবি টাইপ-সি পোর্ট। এটি একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হবে না। 

  • ফোনের সাইডের অংশে রয়েছে ফিগারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং এফএম রেডিও কানেক্টিভিটি। 


ভিভো ভি২৯ সিরিজ


ভারতে ভিভো ভি২৯ এবং ভিভো ভি২৯ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। দুটো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে অনেক মিল। ভিভো ভি২৭ সিরিজের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৯ সিরিজ। ভিভো ভি২৯ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। ভিভো ভি২৯ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজ এবং গ্যালাক্সি বাডস এফই- র ভারতে দাম কত হবে?