WhatsApp Feature: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) একটি নতুন ফিচারের রোল আউট পরিকল্পনা করেছে। এই নতুন ফিচারের সাহায্যে লকড চ্যাট হাইড করে বা লুকিয়ে রাখা যাবে। সূত্রের খবর, বর্তমানে হাইড লকড চ্যাট ফিচার নিয়ে বর্তমানে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের যে আপডেট আসবে সেখানে পাওয়া যাবে এই নতুন ফিচারের আপডেট। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২২.৯ আপডেট উপলব্ধ রয়েছে। সেখানেই দেখা গিয়েছে, হাইড লকড চ্যাট ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই আপডেটের কথা জানিয়েছে।


জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে এখন লকড চ্যাট সাধারণভাবে চ্যাট লিস্টে দেখতে পাওয়া যায়। ফলে কারও হাতে ফোন পড়লে তিনি বুঝতে পারবেন যে ইউজার কিছু চ্যাট লকড রয়েছে। তবে নতুন ফিচার চালু হলে এই লকড চ্যাট লুকিয়ে রাখা যাবে। আরও বেশি সুরক্ষিত থাকবে হোয়াটসঅ্যাপের কথোপকথন। এছাড়াও কারও হাতে আপনার ফোন থাকলে তিনি বুঝতে পারবেন না যে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট লকড রয়েছে কিনা। এর পাশাপাশি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে সার্চ বারে সিক্রেট কোড এন্টার করে লকড চ্যাট দেখার পরিষেবাও চালু করতে পারবেন। 


ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপের নতুন চমক 


হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) জন্য নতুন চমক। মার্ক জুকেরবার্গ সম্প্রতি ঘোষণা করেছেন, ইউজাররা এখন দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) একই ফোনে লগ-ইন করতে পারবেন একই সঙ্গে। অর্থাৎ একটি ফোনে অ্যাপের মধ্যেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ-ইন করতে পারবেন ইউজাররা। ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আগে থেকেই উপলব্ধ রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার। এবার সেই ধরনের ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। মেটা জানিয়েছে, এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেক সুবিধা দিতে চলেছে। বিশেষ করে যাঁরা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই বিভিন্ন কাজে একসঙ্গে ব্যবহার করেন, একটি অ্যাকাউন্ট থেকে অন্যত্র সুইচ করেন বারবার, তাঁদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অ্যাকাউন্ট সুইচ করতে হলে ইউজারদের এখন আর লগ আউট করে পুনরায় লগ-ইন করার অসুবিধা পেতে হবে না। কিংবা সঙ্গে রাখতে হবে না দুটো আলাদা ফোন। বরং একটা ফোনেই ইউজাররা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যাঁরা কাজের জন্য এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটো আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁদের এতদিন বারবার অ্যাকাউন্ট সুইচ করতে হতো। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে আর এই অসুবিধা থাকবে না। 


আরও পড়ুন- উৎসবের মরশুমে ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার দাম কমেও মহার্ঘ এই ফোন