Oppo Phones: ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ (Oppo Find X8 Series) লঞ্চ হয়েছে ভারতে। এই প্রথম কোন স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট রয়েছে। ওপ্পো ফাইন্ড এক্স৮ (Oppo Find X8) এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো (Oppo Find X8 Pro) - এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাওয়া যাবে। ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে ৫৬৩০ এমএএইচ ব্যাটারি এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনে ৫৯১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের দু'টি ফোনের দাম কত
ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। স্পেস ব্ল্যাক এবং স্টার গ্রে- এই দুই রঙে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন ভারতে লঞ্চ হয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোন একটিই র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে যার দাম ৯৯,৯৯৯ টাকা। পার্ল হোয়াইট এবং স্পেস ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোন। আগামী ৩ ডিসেম্বর থেকে ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন দু'টির বিক্রি শুরু হবে। কেনা যাবে ওপ্পো ই-স্টোর, ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের দুই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট রয়েছে। ColorOS 15- এর সাপোর্টে পরিচালিত হবে এই দুই ফোনে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্টে। বেস মডেলে রয়েছে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন এবং প্রো মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের দুই ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট রয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (১২০ ডিগ্রি ফিল্ড ভিউ) এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (থ্রি এক্স অপটিকাল জুম) রয়েছে। ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (১২০ ডিগ্রি ফিল্ড ভিউ) এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (থ্রি এক্স অপটিকাল জুম) ও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৬এক্স অপটিকাল জুম)।
ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে ৫৬৩০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াটের এবং ৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনে ৫৯১০ এমএএইচ ব্যাটারি এবং একই চার্জিং সাপোর্ট রয়েছে। এই দুই ফোনে ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।