Oppo Phones: ভারতে আসছে ওপ্পো সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ। নভেম্বর মাসেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে দেশে। চিনে আগেই লঞ্চ হয়েছে এই ফোনগুলি। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের দুটো ফোনেই থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। Hasselblad- এর ক্যামেরা সেনসর থাকতে চলেছে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনে। এছাড়াও এই ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেলের একটি আলট্রা ক্লিয়ার ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনগুলিতে। ColorOS 16- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 

Continues below advertisement

এক্স মাধ্যমে ওপ্পো সংস্থার তরফে জানানো হয়েছে ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ১৮ নভেম্বর। ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে এই ফোন। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোন কেনার জন্য একটি প্রিভিলেজ প্যাকের ব্যবস্থা থাকছে ইউজারদের জন্য। ৯৯ টাকার এই প্যাক কিনলে ক্রেতারা পাবেন ১০০০ টাকার একটি এক্সচেঞ্জ কুপন, একটি ফ্রি SUPERVOOC ৮০ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার এবং ২ বছরের একটি ব্যাটারি প্রোটেকশন প্ল্যান।             

ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে 

Continues below advertisement

নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ। এর আগে শোনা গিয়েছিল, ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনগুলিতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। ওপ্পো রেনো ১৫ সিরিজে থাকতে পারে ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি- এই তিন ফোন। এই তিনটি ফোনই ভারতে লঞ্চের কথা শোনা গিয়েছে। 

এই সিরিজের সবচেয়ে দামী মডেল হতে চলেছে ওপ্পো রেনো ১৫ প্রো ফোন। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ওপ্পো রেনো ১৪ প্রো ফোনের সাকসেসর হিসেবে ওপ্পো রেনো ১৫ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। অন্যদিকে শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৫ ফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন। আর ওপ্পো রেনো ১৫ মিনি ফোনে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে।