Oppo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো- র নতুন ৫জি ফোন। ওপ্পো কে১২এক্স ৫জি ফোন (Oppo K12x 5G) লঞ্চ হবে দেশে। আগামী ২৯ জুলাই ভারতে আসতে চলেছে ওপ্পো- র এই নতুন ফোন। ইতিমধ্যেই ওপ্পো কে১২এক্স ৫জি ফোনের ডিজাইন, রং এবং বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। চিনে এই ফোন আগেই লঞ্চ হয়েছে। তবে ভারতে যে মডেল লঞ্চ হবে তা চিনের ভ্যারিয়েন্টের থেকে সামান্য আলাদা হতে চলেছে। বলা হচ্ছে, ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো কে১২এক্স ৫জি ফোন আসলে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের (OnePlus Nord CE 4) রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ওপ্পো কে১২এক্স ৫জি ফোনের যে ডিজাইন প্রকাশ্যে এসেছে তার সঙ্গে মিল রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের। সেই কারণেই বলা হচ্ছে যে ভারতে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।
ওপ্পো কে১২এক্স ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে ক্যামেরা মডিউল থাকবে। এখানে একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ লক্ষ্য করা যাবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট এবং সেখানে ফ্রন্ট ক্যামেরা সাজানো থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স থাকতে চলেছে। ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলেট- এই দুই শেডে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন।
ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন
- একটি ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ রেট। এখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে।
- ওপ্পো কে১২এক্স ৫জি ফোনের ডিসপ্লেতে থাকবে Splash Touch প্রযুক্তির সাপোর্ট যার ফলে ভেজা হাতে ফোন ব্যবহার করতেও অসুবিধা হবে না ইউজারদের।
- এই ফোন ৭.৬৮ মিলিমিটার পুরু হবে এবং ওজন হবে ১৮৬ গ্রাম। ওপ্পো কে১২এক্স ৫জি ফোন IP54 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
- ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট থাকতে চলেছে ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে।
আরও পড়ুন- ফিরল জিও- র ৯৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান, বাড়ল মেয়াদও, আর কী কী পরিবর্তন ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।