Oppo Reno 10 Pro 5G: ভারতে ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনের দাম কমেছে ২০০০ টাকা। লঞ্চের সময় এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েটের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। এখন সেই মডেল ওপ্পোর অনলাইন স্টোরে পাওয়া যাবে ৩৭,৯৯৯ টাকায়। গ্লসি পার্পল এবং সিলভারি গ্রে শেডে এই ফোন কেনা যাবে। রিলায়েন্স এবং ক্রোমা, এই দুই ই-কমার্স সাইটেও লঞ্চের সময়ের থেকে ২০০০ টাকা কমেই পাওয়া যাবে এই ফোন। ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED 3D কার্ভড ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এর সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট।
ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.1- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সেখানে রয়েছে HDR10+ সাপোর্ট।
- ওপ্পোর এই ফোনের র্যাম ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX890 সেনসর রয়েছে এবং সেখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
নতুন র্যাম ও স্টোরেজ নিয়ে ভারতে হাজির পোকো এম৬ প্রো
পোকো এম৬ প্রো ৫জি (Poco M6 Pro 5G) ফোন ভারতে নতুন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, নতুন মডেলে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি (8 GB RAM and 256 GB Storage) স্টোরেজ। এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। ক্রেতারা এই ফোন ১২,৯৯৯ টাকাতেও কিনতে পারবেন। এইচডিএফসি অথবা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পোকো এম৬ প্রো ৫জি ফোন একদম প্রথমে ভারতে লঞ্চ হয়েছিল ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এরপর সেপ্টেম্বর মাসে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়েও এই ফোনের একটি মডেল লঞ্চ হয়েছিল দেশে। এবার বছরের প্রায় শেষ লগ্নে ফের ভারতে হাজির পোকো এম৬ প্রো ৫জি ফোনের নয়া ভ্যারিয়েন্ট।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ডিসঅ্যাপিয়ারিং টেক্সট স্টেটাস' ফিচার, কী সুবিধা পাবেন ইউজাররা?