iQoo Smartphones: ই-কমার্স সংস্থা অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale)। আগামীকাল অর্থাৎ ১৮ জানুয়ারি পর্যন্ত এই সেল। যদি আপনি কোনও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন এই সেলে কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro) ফোন কিনতে পারেন। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ৩৫ হাজার টাকায়। এখন তা কেনা যাবে ৩০ হাজারের কমে। আইকিউওও নিও ৭ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ৩০,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। প্রসঙ্গত এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৩৭,৯৯৯ টাকায়। অতএব ৪০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট কার্ডে ১০০০ টাকা ছাড় রয়েছে (নন-ইএমআও ট্রানজাকশনে)। আর নন-ইএমআই ট্র্যানজাকশনে প্রায় ৭৫০ টাকা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। যদি ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। অতএব সমস্ত ছাড় সংযুক্ত করলে আপনি আইকিউওও নিও ৭ প্রো ফোন কিনতে পারবেন ২৯,৯৯৯ টাকায়। Fearless Flame এবং Dark Storm- এই দুই রঙে আইকিউওও নিও ৭ প্রো ফোন কেনা যাবে অ্যামাজন থেকে। 


আইকিউওও ইও ৭ প্রো ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ফোনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট রয়েছে। রেয়ার ক্যামেরা সেনসরের সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইকিউওও নিও ৭ প্রো ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। অ্যান্ড্রয়েড ১৪- র আপগ্রেড পাওয়া যাবে। আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল আনলক সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে। এখানে রয়েছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ৫জি ফোনে। ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- ভারতে মোটো জি৩৪ ৫জি ফোনের বিক্রি শুরু, দাম কত? কী কী ছাড় রয়েছে? কোথা থেকে কিনবেন?