Oppo Phones: ওপ্পো রেনো সিরিজের একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনটি এবার লঞ্চ হবে দেশে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আর বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ডিসেম্বর ২০২৫- এর একদম শেষভাগে কিংবা ২০২৬ সালের জানুয়ারি মাসে ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 8450 প্রসেসর। এছাড়াও এই ফোনে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। এটি একটি ফ্ল্যাট OLED ডিসপ্লে হতে চলেছে এবং সেখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশনের সাপোর্ট। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

Continues below advertisement

ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ২০০ মেগাপিক্সলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (3.5x অপটিকাল জুম) থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে পারে এই ফোনে। এছাড়াও জানা গিয়েছে, ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোন এমন একটি ডিভাইস হতে চলেছে যা জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। 

চিনের পর ভারতেও লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজ, একথা আগেই জানা গিয়েছিল। চিনে ১৭ নভেম্বর ওপ্পো রেনো ১৫ সিরিজ লঞ্চ হতে চলেছে। স্বভাবতই এরপর গ্লোবাল মার্কেট এবং ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলি। ওপ্পো রেনো ১৫ এবং ওপ্পো রেনো ১৫ প্রো- এই দুই ফোন ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। চিনে যে মডেল লঞ্চ হতে চলেছে, তার থেকে কিছুটা আলাদা হবে ভারতীয় ভ্যারিয়েন্ট। 

Continues below advertisement

টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন ভারতে ওপ্পো রেনো ১৫ সিরিজ সম্ভবত লঞ্চ হতে পারে আগামী বছর, ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে আসতে পারে। অন্যান্য গ্লোবাল মার্কেটেও ওই একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে ওপ্পো রেনো ১৫ সিরিজের। বেস মডেলের দাম ৪৩ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি।