Oppo Reno 8 4G: ওপ্পো সংস্থা গত মাসে অর্থাৎ জুলাইতেই ভারতে রেনো ৮ সিরিজের (Oppo Reno 8 Series) ফোন লঞ্চ করেছে। এই সিরিজের মধ্যে ভ্যানিলা মডেল ওপ্পো রেনো ৮ ৫জি এবং ওপ্পো রেনো ৮ প্রো ৫জি লঞ্চ হয়েছিল। শোনা যাচ্ছে, এবার ওপ্পো সংস্থা রেনো ৮ ভ্যানিলা মডেলের ৪জি (Oppo Reno 8 4G) ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৬৪ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পো রেনো ৮ ৪জি ফোনে। ইতিমধ্যেই ওপ্পো রেনো ৮ ৪জি ফোনের সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।


রঙ- শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ৮ ৪জি মডেল Dawnlight Gold এবং Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে। টিপস্টার পারস গগলানি এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিয়েছেন। বলা হচ্ছে, ওপ্পো রেনো ৭ ৪জি ফোন যা চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল তার রেয়ার প্যানেলের ডিজাইনের সঙ্গে মিল থাকতে পারে ওপ্পো রেনো ৮ ৪জি ফোনের।


ডিসপ্লে- ওপ্পো রেনো ৮ ৫জি এবং রেনো ৮ প্রো ৫জি ফোনের মতো ওপ্পো রেনো ৮ ৪জি মডেলের ডিসপ্লের উপরেও থাকতে পারে হোল পাঞ্চ কাট আউট। ডিসপ্লের উপর বাঁদিকের কোণে এই ডিজাইন থাকতে পারে। আর সেখানে সেলফি ক্যামেরা সেনসর যুক্ত থাকতে পারে।


প্রসেসর, র‍্যাম ও স্টোরেজ- ওপ্পো রেনো ৮ ৪জি ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে।


ব্যাটারি ও চার্জিং ফিচার- এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।


ক্যামেরা স্পেসিফিকেশন- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।


ওপ্পো এ৭৭ ৪জি


অগস্ট মাসেই শুরুতেই ওপ্পো এ৭৭ ৪জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর এই নতুন ফোনের দাম ১৫,৪৯৯ টাকা। Sky Blue এবং Sunset Orange- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭ ৪জি ফোন। কোম্পানির অনলাইন ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে।


আরও পড়ুন- ১১ অগস্ট ভারতে লঞ্চ হবে মোটো জি৬২ ৫জি, কী কী ফিচার থাকতে পারে দেখে নিন