Nokia C21 Plus: ভারতে লঞ্চ হল নোকিয়ার (Nokia Smartphone) নতুন ফোন নোকিয়া সি২১ প্লাস (Nokia C21 Plus)। আগের মতোই নতুন ফোনের ক্ষেত্রেও ব্যাটারির দিকে নজর দিয়েছে নোকিয়া সংস্থা। শক্তিশালী এবং বেশিক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা সম্পন্ন ব্যাটারিই রয়েছে নোকিয়া সি২১ প্লাস ফোনে। নোকিয়া সি সিরিজের (Nokia C Series) এই ফোনের দাম এবং অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, নোকিয়া সি২১ প্লাস ফোন আসলে একটি বাজেট স্মার্টফোন। ফিচার ও স্পেসিফিকেশন অনুসারে এই ফোনের দাম যথেষ্টই কম।
ভারতে নোকিয়া সি২১ প্লাস ফোনের দাম
নোকিয়া সি সিরিজের নতুন ফোন নোকিয়া সি২১ প্লাস- এর ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১০,২৯৯ টাকা। এছাড়াও নোকিয়ার এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,২৯৯ টাকা। কবে থেকে নোকিয়া সি২১ প্লাস ফোন কেনা যাবে তা এখনও ঘোষণা করেনি নোকিয়া সংস্থা। কোথা থেকে এই ফোন কেনা যাবে তাও জানা যায়নি। তবে এই ফোনের সঙ্গে নোকিয়া সংস্থা ইউজারদের একটি ইয়ারবাডস বিনামূল্যে অর্থাৎ ফ্রি-তে দেবে বলে শোনা যাচ্ছে। খুব অল্প দিনের মধ্যেই সমস্ত তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।
নোকিয়া সি২১ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ১। নোকিয়া সি সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। তার উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ২। নোকিয়া সি২১ প্লাস ফোনে রয়েছে একটি Unisoc SC9863A প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
- ৩। নোকিয়ার এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনের সাপোর্ট রয়েছে।
- ৪। এবার জেনে নিন নোকিয়া সি২১ প্লাস ফোনের ক্যামেরা ফিচার্স। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ১২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও নোকিয়া সি২১ প্লাস ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ফোনের পর চমক Nothing চার্জারেও, মাত্র ৩০ মিনিটের চার্জে ৬৫ শতাংশ ব্যাটারি লাইফ