Oppo Reno 8T: ওপ্পো রেনো ৮টি (Oppo Reno 8T) ডিজাইন এবং রং লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্টি দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, খুব তাড়াতাড়িই এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, মিডনাইট ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ- এই দুই রঙে ওপ্পো রেনো ৮টি ফোন লঞ্চ হতে পারে। ৪জি এবং ৫জি (4G and 5G) - দুই ভ্যারিয়েন্টেই লঞ্চ হতে পারে এই ফোন। মিডনাইট ব্ল্যাক ভ্যারিয়েন্টের ৫জি ফোনে থাকতে পারে ওপ্পো গ্লো ডিজাইন। অন্যদিকে সানসেট অরেঞ্জ ভ্যারিয়েন্টে থাকতে পারে লেদার ফিনিশ। ওপ্পো রেনো ৮টি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০০ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর বা৬দিকের কোণে থাকতে পারে একটি পাঞ্চ হল কাট আউট। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


ওপ্পো (Oppo) ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হবে ওপ্পো রেনো ৮ সিরিজের ফোন (Oppo Reno 8 Series)। এই স্মার্টফোন সিরিজের ফোন ওপ্পো রেনো ৮টি (Oppo Reno 8T) লঞ্চের সম্ভাবনা রয়েছে। কবে এই ফোন ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, ভারতে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। ওপ্পো রেনো ৮টি ফোন ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। এর মধ্যে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। অন্যদিকে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্টে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ওপ্পো সংস্থা এখনও এই দুই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।


Tecno Smartphone: টেকনো সংস্থা ভারতে তাদের নতুন একটি ফোন লঞ্চ করবে। আপাতত সেই ফোন নিয়েই চলছে কাজকর্ম। টেকনো স্পার্ক গো ২০২৩ (Tecno Spark Go 2023) ফোন লঞ্চ হবে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৬৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। টেকনো সংস্থার এই ফোন Endless Black, Nebula Purple এবং Uyuni Blue- এই তিন রঙে লঞ্চ হতে পারে। অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে টেকনো স্পার্ক গো ২০২৩ ফোন। 


আরও পড়ুন- এ মাসেই ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?