Oppo Smartphones: ভারতে ওপ্পো রেনো সিরিজের (Oppo Reno Series) একটি ৫জি ফোন (5G Phone) দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবার লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১২এফ ৫জি ফোন (Oppo Ren F12 5G)। জানা গিয়েছে এই ফোন লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১১এফ ৫জি (Oppo Reno F11 5G) ফোনের সাকসেসর মডেল (Successor Model) হিসেবে। এই ফোন এবছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS Website) ওয়েবসাইটে ওপ্পো রেনো ১২এফ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। তার থেকেই অনুমান এই ফোন ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ওপ্পো রেনো ১২ সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে পারে অন্য নামে। প্রসঙ্গত উল্লেখ্য, ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোন হিসেবে। তার থেকেই অনুমান করা হচ্ছে, ওপ্পো রেনো এফ১২ ৫জি ফোনও অন্য কোনও নামে দেশে লঞ্চ হবে। তবে কী নামে লঞ্চ হবে তা এখনও নির্দিষ্ট নয়। 


ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৭ সিরিজ 


ওপ্পো রেনো এফ১২ ৫জি ফোন লঞ্চের কথার মাঝেই আভাস পাওয়া গিয়েছে যে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৭ সিরিজ। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে আভাস দিয়েছেন যে ভারতে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোন লঞ্চ হতে পারে আগামী ১৩ জুন। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৭ এবং ওপ্পো এফ২৭ প্রো- এই দুই ফোনও লঞ্চ হতে পারে একই দিনে। অর্থাৎ মোট তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর সবকটি মডেলই লঞ্চ হতে পারে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে। 


এই ওপ্পো এফ২৭ সিরিজের ফোনও অন্য কোনও একটি ফোনে রিব্র্যান্ডেড মডেল হিসেবে লঞ্চ হতে পারে ভারতে 


অনুমান করা হচ্ছে ওপ্পো এফ২৭ প্রো কিংবা ওপ্পো এফ২৭ প্রো প্লাস- এই দুই ফোনের কোনও একটি মডেল ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ৩ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। তবে কোন মডেলটি এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি এ৩ প্রো ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। আর যদি সত্যিই ওপ্পো এফ২৭ সিরিজের কোনও একটি প্রো মডেল এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় তাহলে ডিজাইন, ফিচার, দাম সবের নিরিখেই সামঞ্জস্য লক্ষ্য করা যাবে। 


আরও পড়ুন- কার সঙ্গে বেশি কথা হয় হোয়াটসঅ্যাপে ? বুঝবেন কীভাবে ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।