WhatsApp Hidden Trick: হোয়াটসঅ্যাপ মানেই অনেকটা সময় ধরে চ্যাটিং। এই চ্যাট করতে করতে কিছু চ্যাট ভীষণ লম্বা হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে এমন চ্যাটের সংখ্যা একাধিক থাকে। এখন প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে হোয়াটসঅ্যাপে চ্যাটের সংখ্যা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছেন, তা অনেকেই জানতে পারেন না। মাসের পর মাস চ্যাট জমতে জমতে অনেকে ভুলে যান, কার সঙ্গে বেশি কথা হয়, কার সঙ্গে কম। তবে এটি বোঝার সহজ উপায় রয়েছে। সেটি জানা থাকলে আর অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপের মধ্যেই সেটি দেখা যায়।


কার সঙ্গে বেশি কথা হয়, কী করে বুঝবেন ?



  • প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। খুললে উপরের তিনটে ডট দেখা যাবে।

  • এবার সেখানে ট্যাপ করলে একটি মেনু খুলে যাবে।

  • ওই মেনুতে গিয়ে সেটিংসে যেতে হবে।

  • সেখানে গিয়ে ডেটা অ্যান্ড স্টোরেজে যান।

  • ওই অপশন খুললে বেশ কিছু চ্যাট দেখাবে আপনাকে।

  • যে চ্যাটের স্টোরেজ সবচেয়ে বেশি, সেটি সাধারণত সবচেয়ে উপরে থাকে।

  • এর অর্থ হতে পারে আপনি তাঁর সঙ্গেই সবচেয়ে বেশি কথা বলেছেন। 

  • তবে তা নাও হতে পারে। অনেক সময় মিডিয়া ফাইল বেশি আদানপ্রদান করা হলে তার জন্যও বাড়তে পারে চ্যাটের সাইজ।

  • তবে আরেকটি উপায় আছে। 

  • মোটামুটি আন্দাজ করুন যাদের সঙ্গে বেশি কথা হয়।

  • এবার তাদের চ্যাট ক্লিয়ার করুন।

  • ক্লিয়ার করার সময় নোটিফিকেশন বারে কতগুলি মেসেজ ডিলিট হচ্ছে, তা দেখাবে।

  • সেখান থেকেই বোঝা যায়, কার সঙ্গে বেশি কথা হয়।

  • তবে ওই মেসেজ ডিলিট করলে আর ফিরে পাওয়া সম্ভব নয়।


হোয়াটসঅ্যাপের নয়া আপডেট


এতদিন হোয়াটসঅ্যাপের ডিফল্ট চ্যাট থিমের রঙ ছিল সবুজ। এটা বদলানো যেত না। তবে এবার এই একঘেয়ে রঙে বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যাদের সবুজ রং পছন্দ হবে না, তাঁরা চাইলে নতুন চ্যাট থিম ব্যবহার করতে পারেন। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এই নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা। এই নিয়ে ইতিমধ্যেই পরীক্ষানিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সেগুলি সফল হলেই নয়া আপডেটে চলে আসবে চ্যাট থিমের এই বিকল্প। খুব শিগগিরই তা আসবে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন - Financial Fraud: আপনার ফোন নম্বর বন্ধ করে দেবে টেলিকম মন্ত্রক ? জানুন আসল সত্যি


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।