কলকাতা: ফের ইউজারদের জন্য কড়া পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপ সংস্থা জানিয়েছে যে মে মাসে তারা ১৯ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এর আগে এপ্রিল মাসেও ১৬.৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ভারতের নতুন IT Rules 2021 অনুসারে মে মাসে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। টেক্সট মেসেজের পাশাপাশি অডিয়ো এবং ভিডিয়ো বার্তা, ভয়েস রেকর্ড, ছবি এমনকি আজকাল টাকাও পাঠানো যায় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা মে মাসে দেশজুড়ে ৫২৮টি অভিযোগপত্র পেয়েছিল। ইউজারদের মাধ্যমে এসেছিল এইসব রিপোর্ট। এর সাপেক্ষে ২৪টির উপর কাজ করা হয়েছে। এপ্রিল মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৮৪৪টি রিপোর্ট পেয়েছিল। এর মধ্যে ১২৩টির উপর কাজ করা হয়েছে বলে জানিয়েছে মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা। হোয়াটসঅ্যাপের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, তাদের মাধ্যমে ইউজারদের সুরক্ষার জন্য বেশ কয়েক বছর ধরেই কাজ করছেন তাঁরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অন্যান্য আর্ট টেকনোলজি, ডেটা সায়েন্টিস্ট এবং বিশেষজ্ঞদের এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে।
এর থেকেই বোঝা যাচ্ছে যে বেআইনি বা আপত্তিকর কাজকর্মের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ সংস্থা কতটা কড়া পদক্ষেপ নিতে পারে। যেসমস্ত অভিযোগ জমা পড়ছে এবং যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট আসছে তাদের সরাসরি নিষিদ্ধ করার মতো কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। শুধুমাত্র যে ইউজারদের রিপোর্টের ভিত্তিতেই অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হচ্ছে তা কিন্তু নয়। বরং হোয়াটসঅ্যাপের তরফেও ইউজারদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ চালু হচ্ছে প্রতিনিয়ত। অর্থাৎ এই মেসেজিং অ্যাপ সংস্থা বুঝিয়েই দিচ্ছে যে ইউজারদের নিরাপত্তা তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত উল্লেখ্য, আজকাল হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের জালিয়াতির খবর প্রকাশ্যে আসে। আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এমন অভিযোগও শোনা গিয়েছে। এইসবকিছুর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। একমাসের মধ্যে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে কতক্ষণ অনলাইন আছেন দেখতে পাবেন আপনার পছন্দের লোক, আসছে নতুন ফিচার