Smartwatch: বছর শেষে ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ (Smartwatch)। Pebble সংস্থা তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে দেশে। Pebble Cosmos Engage স্মার্টওয়াচে রয়েছে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো ডিজাইন। একই ডিজাইনের পাশাপাশি সামঞ্জস্য রয়েছে মেটাল কেস এবং স্ট্রাইকিং অরেঞ্জ স্ট্রাইপের ক্ষেত্রেও। মানে অ্যাপেল ওয়াচ আলট্রা এবং Pebble Cosmos Engage- এই দুই স্মার্টওয়াচের মধ্যে উল্লিখিত মিলগুলো রয়েছে। Pebble Cosmos Engage স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৯৫ ইঞ্চির IPS Always On ডিসপ্লে যা আয়তাকার। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত Water and Dust Resistant ডিভাইস। অ্যাপেল ওয়াচ আলট্রার মতো এই স্মার্টওয়াচেও রয়েছে একটি Large Crown ডিজাইন। এটি রয়েছে ডানদিকে। আর বাঁদিকে রয়েছে ফাংশন বাটন। 


Pebble Cosmos Engage স্মার্টওয়াচের দাম 


ভারতে লঞ্চ হওয়া এই নতুন স্মার্টওয়াচের দাম ৭৪৯৯ টাকা। তবে Pebble- এর ওয়েবসাইটে এই স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে ৩৯৯৯ টাকায়। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দিচ্ছে এই সংস্থা। Salamander Orange, Starlight, Midnight Black, Celestial Blue- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Pebble Cosmos Engage স্মার্টওয়াচ। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও রয়েছে AI ভয়েস অ্যাসিসট্যান্ট, ওয়্যারলেস চার্জিং ফিচার, স্লিপ ট্র্যাকার, হেলথ ফিচার ও আরও অনেক কিছু। 


Pebble Cosmos Engage স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার


এই স্মার্টওয়াচে রয়েছে বেশ কিছু সেনসর। যেমন- ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের জন্য রয়েছে সেনসর। এছাড়াও ব্লাড প্রেশার এবং হার্ট রেট পরিমাপের জন্যেও রয়েছে বিভিন্ন সেনসর। একাধিক স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্যেও রয়েছে ফিচার। আর রয়েছে সিলিকন স্ট্র্যাপ। এই স্মার্টওয়াচে যে ব্যাটারি রয়েছে সেখানে একবার চার্জ দিলে চার থেকে পাঁচদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। 


ভারতে লঞ্চ হয়েছে Mivi Model E স্মার্টওয়াচ। তেলেঙ্গানার সংস্থা Mivi এই স্মার্টওয়াচ তৈরি করেছে। জানা গিয়েছে, Mivi Model E স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। মোট ছয়টি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির একটি HD টাচস্ক্রিন। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। তাই সাঁতার কাটার সময় কিংবা শরীরচর্চা করার সময় অনায়াসেই এই স্মার্টওয়াচ পড়ে থাকতে পারবেন ইউজাররা। ১২০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ হেলথ ফিচার। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে Mivi Model E স্মার্টওয়াচে। গোলাপি, নীল, লাল, ধূসর, সবুজ এবং কালো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। 


আরও পড়ুন- প্রতারকরা ফাঁদ পেতেছে ! আধার কার্ড নিরাপদ রাখতে করুন এই কাজ