Smartwatch: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Pebble সংস্থার স্মার্টওয়াচ (Smartwatch)। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। ১৮ জুলাই থেকে শুরু হবে বিক্রি। জানা গিয়েছে, Pebble Spark- এই স্মার্টওয়াচ লঞ্চ হবে। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে একটি ১.৭ ইঞ্চির চৌকো আকৃতির ফুল এইচডি ডিসপ্লে (Full HD Display)। এছাড়াও এই স্মার্টওয়াচে থাকতে পারে ওয়ান ট্যাপ ভয়েস অ্যাসিসট্যান্ট (One Tap Voice Assistant) সাপোর্ট। আর থাকবে ফাইন্ড মাই ফোন (Find My Phone) অ্যাপ। একাধিক স্পোর্টস মোড এবং হেলথ মনিটরিং ফিচার থাকবে Pebble Spark স্মার্টওয়াচে। এর মধ্যে রয়েছে ব্লাড অক্সিজেন বা SpO2 ট্র্যাকিং এবং হার্ট রেট মনিটরিং ফিচার। এই স্মার্টওয়াচে একটি ১৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে প্রায় ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই স্মার্টওয়ায়চে। মোট চারটি রঙে ভারতে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে জানা গিয়েছে।


ভারতে Pebble Spark স্মার্টওয়াচের দাম


ফ্লিপকার্টে দেখা গিয়েছে এই স্মার্টওয়াচের দাম ৪৪৯৯ টাকা। তবে সংস্থার মাধ্যমে ১৯৯৯ টাকা ইন্ট্রোডাক্টরি দামে এই স্মার্টওয়াচ লঞ্চ করা হবে। কালো, নীল, চারকোল এবং ডিপ ওয়াইন কালার- এই চারটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে Pebble Spark স্মার্টওয়াচ।


Pebble Spark স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে একটি ১.৭ ইঞ্চির চৌকো আকৃতির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই স্মার্টওয়াচে একটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে, যার সাহায্যে ইউজাররা স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনকলে কথা বলতে পারবেন। এক্ষেত্রে অবশ্য ব্লুটুথের সাহায্য প্রয়োজন। অর্থাৎ এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার থাকবে।

  • একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ট্র্যাকিং ফিচার থাকবে এই স্মার্টওয়াচে। ইউজার কতটা হাঁটলেন (স্টেপ কাউন্টিং) এবং স্লিপ মনিটরিং ফিচারও থাকতে চলেছে। ঘড়ির ওজন ৪৫ গ্রাম। একবার ফুল চার্জ দিলে স্ট্যান্ডবাই হিসেবে প্রায় ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।

  • এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারবে। ক্লাউড বেসড ওয়াচ ফেসের সুবিধাও রয়েছে এখানে। এছাড়াও ব্লুটুথ ভি৫, এআই ভয়েস অ্যাসিসট্যান্ট এবং স্মার্ট নোটিফিকেশনের সুবিধা থাকছে এই স্মার্টওয়াচে।


আরও পড়ুন- গুগল পিক্সেল বাডস প্রো কবে লঞ্চ হবে ভারতে? জেনে নিন সম্ভাব্য ফিচার