Poco C55: ভারতে আসছে পোকো সি৫৫, কবে লঞ্চ এই ফোনের? কোথা থেকে কেনা যাবে?

Smartphone: শোনা যাচ্ছে, পোকো সি৫৫ ফোন রেডমি সি১২ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে।

Continues below advertisement

Poco C55: পোকো সি৫৫ (Poco C55) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি। এর আগে শোনা গিয়েছিল, পোকো সি৫৫ ফোন আসলে রেডমি ১২সি (Redmi 1C2) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হবে। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। রেডমি ১০সি (Redmi 10C) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। রেডমি ১০সি ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ সেনসর। রেডমির এই ফোন চিনে লঞ্চ হয়েছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

Continues below advertisement

পোকো সি৫৫ ফোন ২১ ফেব্রুয়ারি ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ই-কমার্স সংস্থায় দুপুর ১২টা থেকে উপলব্ধ হবে এই স্মার্টফোন। যেহেতু শোনা যাচ্ছে, পোকো সি৫৫ ফোন রেডমি ১২সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে তাই অনুমান, এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে অনেক মিল থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি ১২সি ফোন ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। শ্যাডো ব্ল্যাক, সি ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার- এই চারটি রঙে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। 

রেডমি ১২সি ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো) স্লট। 
  • রেডমি ১২সি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। 
  • এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
  •  রেডমি ১২সি ফোনের রেয়ার প্যানেলে রয়েছে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। সেখানে ওষুধের ক্যাপস্যুলের আকারের একটিই ক্যামেরা সেনসর রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এখানে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। 

Tecno Pop 7 Pro: ভারতে লঞ্চ হয়েছে টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি কোয়াড-কোর চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও টেকনো পপ ৭ প্রো ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে ১২ মেগাপিক্সেলের AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। এছাড়াও পাওয়া যাচ্ছে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে। 

আরও পড়ুন- ৭ হাজার টাকারও কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন! কোথায় পাবেন কেনার সুযোগ?

Continues below advertisement
Sponsored Links by Taboola