Poco C55: ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়েছে পোকো সংস্থার নতুন ফোন পোকো সি৫৫ (Poco C55)। পোকো সংস্থার 'সি' সিরিজের এই ফোনে রয়েছে একাধিক নজরকাড়া ফিচার। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এর পাশাপাশি পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হয়েছে ফরেস্ট ফ্রিন, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক- এই তিনটি রঙে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভারতে পোকো সি৫৫ ফোনের বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। 


ভারতে পোকো সি৫৫ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫৫ ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। 


পোকো সি৫৫ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে পোকো সি৫৫ ফোনের র‍্যামের পরিমাণ ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফলে মোট র‍্যামের পরিমাণ হবে ১১ জিবি। এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে। 

  • পোকো সি৫৫ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।


Lava Yuva 2 Pro: ভারতে লঞ্চ হয়েছে একটি বাজেট স্মার্টফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব কোম্পানি 'লাভা'-র তৈরি ফোন Lava Yuva 2 Pro। এই ফোনের দাম শুরু হচ্ছে ৮ হাজার টাকারও কমে। কিন্তু এই দামেই ফোনের মধ্যে রয়েছে দুর্দান্ত সব ফিচার। এই ফোনের ৪ জিবি র‍্যাম (৩ জিবি এক্সপ্যান্ডেবল) এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল Lava Yuva 2 ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে Lava Yuva 2 Pro ফোন। এই ফোনের স্টোরেজের পরিমাণও ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা সম্ভব। 


Vivo V27 Series: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) ভারতে লঞ্চ হতে চলেছে পয়লা মার্চ। সম্প্রতি ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভিভো ভি২৭ সিরিজের ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকবে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। গত বছর লঞ্চ হয়েছিল ভিভো ভি২৫ সিরিজের দুটো ফোন ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ প্রো। এই দুই ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ সিরিজের দুটো স্মার্টফোন ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো। আগামী ১ মার্চ দুপুর ১২টায় এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। 


আরও পড়ুন- ভারতে হাজির নতুন বাজেট ফোন, দাম ৮ হাজারেরও কম, রয়েছে দুর্দান্ত ফিচার