Poco Smartphone: ১০ হাজার টাকার কমে ভারতে নতুন ফোন লঞ্চ করল পোকো, কী কী ফিচার রয়েছে এই মডেলে?

Poco C65: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে।

Continues below advertisement

Poco Smartphone: পোকো সি৬৫ (Poco C65) লঞ্চ হয়েছে ভারতে। এই বাজেট স্মার্টফোনে (Budget Smartphone) রয়েছে ৫০ মেগাপিকেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ডেপথ সেনসর। অর্থাৎ পোকো 'সি' সিরিজের (Poco C Series Phone) এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। পোকো সি৬৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট রয়েছে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। পোকো সংস্থা জানিয়েছে এই ফোনে দু'বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট পাবে এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 

Continues below advertisement

ভারতে পোকো সি৬৫ ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ লঞ্চ হয়েছে ৮৪৯৯ টাকায়। অন্যদিকে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। ম্যাট ব্ল্যাক এবং প্যাস্টেল ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৬৫ ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়। 

পোকো সি৬৫ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩ এবং MIUI 14- যার সাহায্যে পরিচালিত হবে ফোন। 
  • এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম। 
  • এই ফোনের ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে পোকো সি৬৫ ফোনে রয়েছে ৪জি এলটিই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, ওয়াই-ফাই সাপোর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং এফএম রেডিও সাপোর্ট। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। আর ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

১০ হাজার টাকার কমে ভারতে লাভা কোম্পানি নতুন ফোন লঞ্চ করেছে

সদ্যই ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva 3 Pro ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। বর্তমানে Desert Gold, Forest Viridian, Meadow Purple- এই চারটি রঙে কেনা যাবে ফোনটি। 

আরও পড়ুন- কেমন দেখতে হবে মোটো জি২৪ পাওয়ার এবং মোটো জি৩৪? কী কী স্পেসিফিকেশনই বা থাকতে পারে?

Continues below advertisement
Sponsored Links by Taboola