নয়াদিল্লি: আগামী ৮ জুন ভারতের বাজারে নতুন ফোন লঞ্চ করছে পোকো। অনলাইনে পাওয়া যাবে POCO M3Pro 5G। প্রেস রিলিজ করে এই খবর জানিয়েছে কোম্পানি।
কম দামে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আগেই ভারতীয় বাজার ধরেছে পোকো। অনলাইন দুনিয়ায় এই ফোনের চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী। এবার মিড রেঞ্জ সেগমেন্টে ফের ধামাকা করতে চলেছে পোকো। কম বাজাটে বেশি ফিচার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছে কোম্পানি। তারই ফলস্বরূপ ৮ জুন ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে POCO M3Pro 5G-র। ইতিমধ্যেই ফোনকে ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে টেক মহলে।
গত মাসেই বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছিল পোকোর এই মডেল। ৯০ হার্টসের রিফ্রেস রেট, উন্নত প্রসেসসের জন্য এমনিতেই ফোন নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় রিভিউয়ারদের মধ্যে। কোম্পানি জানিয়েছে, ৮ জুন থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে পোকোর নয়া মডেল। তবে এখনই ভারতীয় ভার্সনের পুরো তথ্য আপলোড করেনি কোম্পানি। মনে করা হচ্ছে, ইউরোপিয়ান মার্কেটের মতোই প্রায় একই ধরনের স্পেসিফিকেসন থাকতে পারে ফোনে।
টেক ব্লগারদের মতে, ইউরোপীয় মডেলের দামের কথা মাথায় রাখলে দেশি ভার্সনের দাম হতে চলেছে ১৪০০০-১৬০০০ টাকা। তবে এখনও ভারতীয় বাজারে এর দামের বিষয়ে কিছু প্রকাশ্যে আনেনি কোম্পানি। ইউরোপীয় ভ্যারিয়েন্টের দিকে তাকালে দেখা যাবে, পোকো ইয়েলো, পাওয়ার ব্ল্যাক ও কুল ব্লু রঙে পাওয়া যেতে পারে এই ফোন।
পোকোর নতুন মডেলে থাকতে পারে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে। যার উজ্জ্বলতা ৪০০ নিটস। সঙ্গে রয়েছে ৯০ হার্টসের ফ্রেম রিফ্রেস রেট। এ ছাড়াও ফোনের সুরক্ষায় দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩-এর সুরক্ষা। অ্যান্ড্রয়েড ১১-এর সঙ্গে থাকছে মি ইউজার ইন্টারফেস ১২। ফোনে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা। যার মধ্যে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সলের মেইন সেন্সর। এ ছাড়াও ফোনে দেওয়া হয়েছে দুটো ২ মেগাপিক্সলের ম্যাক্রো ও ডেপথের সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সবথেকে বড় বিষয় POCO M3Pro 5G-তে ৭ ন্যানোমিটারের ডাইমেনসিটি ৭০০ চিপসেট দিয়েছে কোম্পানি। রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি ও ৩.৫ এমএম-এর জ্যাক।