Poco M6 Pro 4G: গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৪জি ফোন। আগামী ১১ জানুয়ারি এই ফোন লঞ্চের কথা রয়েছে। ওই একই দিনে লঞ্চ হবে পোকো এক্স৬ সিরিজ। এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে পোকো এম৬ প্রো ৪জি ফোন আদৌ ভারতে লঞ্চ হবে কিনা, হলেও কবে হতে পারে সেই ব্যাপারে কিছু জানা যায়নি এখনও। পোকো 'এম' সিরিজের ফোন গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।



কী কী ফিচার থাকতে পারে পোকো এম৬ প্রো ৪জি ফোনে



  • এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস প্যানেল থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

  • এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। 

  • পোকো এম৬ প্রো ৪জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট আগেই ভারতে লঞ্চ হয়েছে। তবে ৪জি মডেলের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। 


এর আগে ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্রো ৫জি ফোন। ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছিল ফোন। এই ফোনের তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত। এদের দাম লঞ্চের সময় ছিল যথাক্রমে ১০,৯৯৯ টাকা, ১১,৯৯৯ টাকা এবং ১৩,৪৯৯ টাকা। পোকো এম৬ প্রো ৪জি ফোনের নাম দেখা গিয়েছে Amazon UAE- এর ওয়েবসাইটে, এমনটাই জানা গিয়েছে 91Mobiles- রিপোর্ট থেকে। এখানে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে AED 899 (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৪০০ টাকা। কালো, নীল এবং পার্পল রঙে এই ফোন লঞ্চ হতে পারে সেকথা আগে শোনা গিয়েছিল। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হচ্ছে পোকো এক্স৬ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?