Poco F6 Pro: পোকো এফ৬ প্রো ফোন লঞ্চ (Poc F6 Pro) হয়েছে গ্লোবাল মার্কেটে। পোকো সংস্থার মাঝামাঝি রেঞ্জের এই ফোনে (Poco Smartphones) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম। এছাড়াও পোকো এফ৬ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। পোকো এফ৬ প্রো লঞ্চ হয়েছে রেডমি কে৭০ ফোনের গ্লোবাল ভার্সান হিসেবে। 


পোকো এফ৬ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন সবিস্তারে 



  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির WQHD+ AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত থাকবে। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ এবং Dolby Vision সাপোর্ট। ভেজা হাতেও ফোনের স্ক্রিন সঠিকভাবে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে সংস্থা। 

  • এই ফোন পরিচালিত হবে শাওমির HyperOS interface- এর সাহায্যে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • পোকো এফ৬ প্রো ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সলীর ম্যাক্রো লেন্স। ফোনের ডিসপ্লের উপর যুক্ত রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনের ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে ফোনে পুরো চার্জ হতে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। 

  • ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য এই ফোনে রয়েছে এআই প্রযুক্তি যুক্ত ফেস আনলক ফিচার। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৩ সাপোর্ট রয়েছে এই ফোনে। 


ভারতে পোক এফ৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও পোকো এফ৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।


আরও পড়ুন- কাদের সঙ্গে শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপ স্টেটাস? ইউজারদের হাতে আসছে আরও নিয়ন্ত্রণ 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।